নিরক্ষতার নাম জিনের বাদশাহ

রিশাদ আহমেদ রুশদী
Published : 7 May 2011, 03:58 AM
Updated : 7 May 2011, 03:58 AM

গতকাল রাত ১২.১০ মিনিটে আমার মায়ের মোবাইল ফোনে কল আসে জিনের বাদশাহর।রিসিভ করার সাথে সাথে বলতে শুরু করলো, সে জিনের বাদশাহ। আমার ভাগ্য পরিবর্তন করে দেবে, আমাকে সাত তলা বাড়ী করে দেবে। অতঃপর আমাকে কল ব্যাক করতে বলে। আমি তাকে বলি, আপনি তো জিনের বাদশাহ আপনার তো কল করতে টাকা লাগে না, তো কল ব্যাক করতে বলছেন কেন। এই কথা বলতেই লাইন কেটে দিল। আমি সাথে সাথে পরিচিত থানার এক এস.আই কে ব্যাপারটি জানাই। তখন সে বলল এভাবে জিনের বাদশাহ সেজে কিছু প্রতারক চক্র সহজ সরল মানুষদের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। পরবর্তীতে সেই নাম্বারটিতে কল দিলে, দেখা যায় একটি বিদেশী নাম্বার এর সাথে কল ডাইভার্ট করা। গল্পে শুনতাম মানুষের ওপর জিনের আছর হয়, আসলে শুধুমাত্র নিরক্ষর মানুষের ওপর জিন ভর করে।