রাইসুল
Published : 28 July 2012, 02:56 PM
Updated : 28 July 2012, 02:56 PM

নিউজার আবার কি, কে জানে আমি কিন্তু জানি না। বেশ কিছুক্ষণ ধরে ভাবছিলাম কি দিয়ে এখানে শুরু করব। অ আ ক খ শিরোনাম দিয়ে একটা কিছু লেখা শুরু করতে যাচ্ছিলাম কিন্তু মনের অগোচরেই কীবোর্ডে আঙ্গুল চালিয়ে নিউজার টাইপ করলাম। নিউ ইউজার? মানে আমি এই সাইটের একজন নিউ ইউজার তাই এরকম একটা শব্দ চলে আসল মগজে নাকি ব্লগ মানে নিউজ করে যারা তাদের কারবার ভেবেই নিউজার কথাটা তৈরি হল বুঝতে পারছি না।

ইদানিং অবশ্য নিউজ, নিউজ পেপার, নিউজ মিডিয়া ইত্যাদি ঘুরে ফিরে মাথায় খুব খেলা করে। আমি যথেষ্ঠ গরিব মানুষ হওয়া সত্ত্বেও নিয়মিত নিউজ পেপার কিনি পড়ি, রেডিও টিভিতে সংবাদ শুনি দেখি। কিন্তু গত কিছুদিন ধরে আমার এই্ নিউজ, নিউজ পেপা্র, নিউজ মিডিয়া সম্পর্কিত ব্যক্তিগোষ্ঠীর ওপর মহা আক্রোশ তৈরি হয়েছে। এক সময়ে আমার বিশ্বাস ছিল আধুনিক যুগে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, সন্ত্রস্ত মানুষের পক্ষে দাঁড়ানোর মত বা কথা বলার মত কোন নেতা বা আদর্শবান মানুষ কিংবা দল গোষ্ঠি খুঁজে পাওয়া না গেলেও নিউজম্যান অথবা কোনো নিউজ পেপার দারুণভাবে দাঁড়িয়ে যায়। অথচ ইদানিং আমার মাঝে কি এক মনোরোগ বাসা বেঁধেছে জানি না, প্রায়শই আমার মনে হচ্ছে এদেশের নিউজম্যান, নিউজ মিডিয়া আসলে্ পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, সুবিধাবাদী, সুবিধাভোগীদের দখলে। বড় বড় স্লোগানধারী হয়েও নিউজ ম্যান, নিউজ মিডিয়াগুলো ইদানিং ছোটলোকদের বদকারবারে ইউজ হচ্ছে বলেই মনে হয়।