শতবষের্র পুরোনো পুকুর ভরাট বন্ধে লাকসামে সংখ্যালঘু সম্প্রদায়ের মৌনমিছিল ও মানববন্ধন

রানা সাহা
Published : 14 Dec 2012, 04:18 AM
Updated : 14 Dec 2012, 04:18 AM

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের শতবষের্র পুরোনো পুকুর ভরাট বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাযালয়ের সামনে গত ১০.১২.১২ইং হিন্দু সম্প্রদায়ের নারীরা মানববন্ধন করে ও উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান করে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জনৈক ব্যক্তি পুকুরের কিছু অংশ ক্রয় করে এখন সে অংশ ভরাট করে সুউচ্চ ভবন নিমার্ণ কাজ শুরু করে। এতে পুকুরের পানি অপরিষ্কার হয় এবং মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। এ পুকুরটি হিন্দু অধ্যুষিত এলাকার লোকজন ছাড়া ও অন্যান্য ধমের্র লোকজন তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করত। কিন্তু এ পুকুরটির পানি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় হিন্দু সম্প্রদায়ের নারীরা পুকুর ভরাট বন্ধের দাবিতে কৃর্তপক্ষের শরণাপন্ন হয়।