আঁতা খা
Published : 22 March 2012, 05:28 AM
Updated : 22 March 2012, 05:28 AM

কটু কথা যাহা না কহিলেই নয়। আমরা বাংলাদেশকে ভালবাসি, আমাদের রাজনীতিবিদরা মনে হয় সাধারন মানুষের চেয়ে এক ধাপ বেশিই ভালবাসেন। উহাদের ভালবাসা ধন্য হোক। ধন্য হোক বাংলাদেশ। ভালবাসার কথা মনে হয় বেশিই বলিয়া ফেলিলাম, কহিব কটু কথা তা না বলিতেছি ভালবাসা। না আমারে দ্বারা কিচ্ছু হইবে না। আসল কথা খানা হইল, সংসদ এ গেলাম একদল কহিল ……(আবার বলিতে চাহি না, আমি আবার খারাপ কথা বলতে পারি না) আর একদল তাহার প্রতিবাদ দিয়ে গেল। মাঝের থেকে হাতের ব্যায়াম সারলেন মাননীয় স্পীকার মহোদয়। দুই দল চিন্তাই করল না যে তাহাদের জাবড় কাটার ফাঁকে স্পীকার মহোদয় ব্যায়াম সারিয়া লইলেন। না এ ব্যাপার টা কিছুতেই মানা যায় না। আমরা ঝগড়া, মারামারি করব তাতে তৃতীয় পক্ষ সুবিধা নিয়ে ফেলা তো আমাদের কাম্য নয়। হয় এস্পার না হয় ওস্পার জনগণ তো তাই করে আসছে, আমরা মনে হয় ভাগাভাগি করে একখান সমঝোতার ভিত্তিতে গদিখানা ভাগ করে নিতে পারি, আমাদের ছাড়া জনগণ যাবে কোথায়। পালাবার তো কোন জায়গা নেই। আমাদের মাথায় আসলে গোবর ছাড়া মনে হয় কিছুই আর অবশিষ্ট নেই, না হলে এমন জবরদস্ত একখানা চিন্তা এতদিন মাথায় আসিল না কেন বুঝিয়া পাইতেছি না। চিন্তা করতেছি এবার মনে হয় সরকারী দলকে একখানা প্রস্তাব দিতেই হইতেছে।