আজ থেকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু, চলবে ১১ জুলাই পর্যন্ত

তন্ময়
Published : 3 July 2011, 05:18 PM
Updated : 3 July 2011, 05:18 PM

আজ ৩ জুলাই/২০১১ রোজ রবিবার। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম ভাবে।

ইসকনের নেতৃত্বে ঢাকায় সুবিশাল তিনটি রথ সহকারে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। একই সাথে চলে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন, ভজন, নৃত্য পরিবেশনা । ইসকন ইয়ুথ ফোরাম, জাগ্রত ছাত্র সমাজ, শ্রীচৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল শাখা) এর কীর্তনে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে উঠে। শোভাযাত্রাটি বেলা ২.৩০ টায় স্বামীবাগ আশ্রম ইসকন মন্দির থেকে শুরু হয়ে রাজধানীর দয়াগঞ্জ, টিকাটুলী, ইত্তেফাক, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, সচিবালয়, প্রেসক্লাব, সুপ্রিমকোর্ট, কার্জন হল, দোয়েল চত্বর, রমনা কালীবাড়ী, টি এস সি চত্বর, জগন্নাথ হল, পলাশী চত্বর, বুয়েট, আজিমপুর হয়ে ঢাকেশ্বরী কালীমন্দিরে গিয়ে সন্ধ্যা ৬.৩০ টায় শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দান করেন স্বামীবাগ মন্দিরের অধ্যক্ষ শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। হাজার হাজার ভক্তের সমাগমে আনন্দে মুখরিত হয়ে উঠে ঢাকার রাজপথ। ইসকন স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছা সেবিকাদের অক্লান্ত সেবায় সুন্দরভাবে সমাপ্ত হয় এই শোভাযাত্রাটি। এতে তিন ভাগে বিভক্ত হয়ে ভ্রাম্যমান জল সেবা প্রদান করে আই, ওয়াই, এফ এর নীলাচল বেইসের ভক্ত বৃন্দ। এছাড়াও বিভিন্ন মন্দিরের পক্ষ থেকে প্রায় অর্ধশত জল সেবার গাড়ী ভক্তদের চলতি পথে তৃষ্ণা মেটানোর কাজে নিয়োজিত ছিল।