খাদ্য হিসেবে অজগর

রেজওয়ান মোর্শেদ
Published : 2 April 2015, 12:37 PM
Updated : 2 April 2015, 12:37 PM

ছবিটি রাঙ্গামাটি ভ্রমণে তোলা, আমরা চান্দের গাড়িতে করে নীলগিরি যাচ্ছি এমন সময় রাস্তায় দেখতে পেলাম ৪ জন পাহাড়ে বসবাসকারী মানুষ (মারমা অথবা চাকমা জাতি গোষ্ঠীর হবে হয়তো) ১টি জ্যান্ত অজগর ধরে নিয়ে যাচ্ছে। পিছনের মানুষ গুলোকে প্রশ্ন করলাম অজগরটি কোথায় নিয়ে যাচ্ছেন? উত্তরে তারা জানাল তাদের বস্তিতে। নিয়ে গিয়ে কী করবেন? উত্তরে তারা জানালো খাবো। আমরা তো শুনেই অজ্ঞান!