বাংলাদেশ, গণতন্ত্র, এবং …

প্রভাত ফেরী
Published : 13 March 2012, 05:52 AM
Updated : 13 March 2012, 05:52 AM

বাংলাদেশে এখন কোন ধরনের গণতন্ত্র প্রচলিত সেটা বুঝবার মত সমর্থ বোধ হই এখনো আমার বা অমর মত অনেকের নেই। আমরা যদি বড় তিনটি রাজনৈতিক দল এর দিকে দৃষ্টি দেই, সেখানে কেও বউ, কেউ মেয়ে আর একজন আজীবন দলের প্রধান। আর পরে পরবর্তী জেনারেশন আবার নতুন নেতা। এটা কোন গণতন্ত্রের সংজ্ঞায় পড়ে আমার জানা নাই কারণ আমি রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র নয়। তবে আপাতত ড্রেসটি তে আমার মনে হই না এটা কোন গণতন্ত্রের আওতায় পড়ে। এখন কথা হল যে দল গুলো নিজেই গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত না সেগুলো কিভাবে সুস্থ গণতন্ত্রের চর্চা করতে পারে দেশের বুদ্ধিজীবী সমাজ কেন এখনো সেটা বুজতে পড়ছে না নাকি বুজেও নিজের স্বার্থের কথা চিন্তা করে তাদের পেছনেই আবার জিন্দাবাদ দিছে ? অথচ এই বুদ্ধিজীবীরাই একাধিকবার সোচ্চার হয়েছিল এবং পরিবর্তন এনেছে। তাই আমার মনে হই আমরা আবার ঠিক সেই সময়ে এসেছি যখন আবার নতুন করে ভাবার দরকার।