মহান স্বাধীনতাযুদ্ধে সোভিয়েত রাশিয়ার ভূমিকা

শুভ্র রহমান
Published : 29 May 2011, 06:54 PM
Updated : 29 May 2011, 06:54 PM

বিংশ শতাব্দীর ষাট এবং সত্তুর দশকে সমগ্র বিশ্বে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার প্রভাব ছিল খুব বেশি | স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত ফলাফলে সোভিয়েত রাশিয়া এবং সমাজতান্ত্রিক দেশসমূহ গুরত্বপূর্ণ অবদান রাখে |

১৯৭১ সালের এপ্রিল মাসে সোভিয়েত রাশিয়ার কম্যুনিস্ট পার্টির তত্কালীন সেক্রেটারি জেনারেল ব্রেজনেভ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার নিকট পূর্ব পাকিস্তানের অবস্থা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের ব্যাপারে জানতে চেয়ে এবং উদ্বেগ প্রকাশ করে চিঠি দেন | জুন মাসের '৭১ সালে স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি ও পূর্ব জার্মানি সফর করেন | এ সফরের পর '৭১ এর জুলাই মাস থেকেই পূর্ব ইউরোপের কুটনৈতিক সমর্থন অনেকটা নিশ্চিত হয়ে যায় | সোভিয়েত রাশিয়ার প্রচেষ্টায় বিশ্বের সমাজতান্ত্রিক দেশসমূহের মধ্যে একমাত্র চীন ছাড়া সবাই বাংলাদেশ ইস্যুতে ঐক্যবদ্ধ হয় | জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পোল্যান্ড বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় |

বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের হাতে মার খেয়ে পাকিস্তান হানাদার বাহিনী যখন নাস্তানাবুদ, ঠিক তখনই পাকিস্তানের বেগতিক অবস্থা দেখে কিসিঞ্জার এর পরামর্শে প্রেসিডেন্ট নিক্সন সপ্তম নৌবহরকে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হতে নির্দেশ দেন | সোভিয়েত রাশিয়ার নেতৃবৃন্দ পরিস্থিতির সার্বিক মূল্যায়নের পর আর নীরব থাকতে পারেনি | ভ্লাদিভস্তকে অবস্থানরত পারমানবিক মিসাইলবাহী সোভিয়েত নৌবহরকে (Pasific fleet) প্রশান্ত মহাসাগর হয়ে অতি দ্রুত বঙ্গোপসাগরের মুখে অবস্থান গ্রহণ এবং সপ্তম নৌবহর শক্তি প্রয়োগের চেষ্টা করলে তা প্রতিহত করবার নির্দেশ দেন সোভিয়েত নেতা ব্রেজনেভ | সপ্তম নৌবহর যখন মালাক্কা প্রণালী অতিক্রম করছে ঠিক তখনই ভারত মহাসাগরব্যাপী সোভিয়েত নৌবহরের প্রতিরোধ ব্যবস্থা প্রস্তুত | এমতাবস্থায় পাকিস্তানের মুরুব্বিরা আর উচ্চবাচ্য করার এবং সন্মুখে অগ্রসর হবার চেষ্টা করেনি | ঠিক একইভাবে ভারতকে গণচীনের আক্রমন হতে রক্ষা করতে সোভিয়েত রাশিয়া চীন সীমান্তে বিশাল পদাতিক বাহিনীর সমাবেশ ঘটায় |

এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কয়েকবার যুক্তরাষ্ট্র ও গণচীনের যুদ্ধ বিরতি প্রস্তাবের বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার ভেটো মুক্তিযুদ্ধকে আরও বেগবান এবং চূড়ান্ত বিজয় অর্জনে বিশেষ ভূমিকা রাখে |

ছবি সংগ্রহ : RIA News Agency.