স্পিকার: কত নম্বর ভাগিনা জানি না!

শুভ্র রহমান
Published : 13 July 2011, 08:31 AM
Updated : 13 July 2011, 08:31 AM

বিএনপির হরতাল চলাকালে সংসদ এলাকায় কর্মসূচি পালনকালে পুলিশের হাতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক আহত হওয়ার পর বিএনপির সংসদ সদস্যরা স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে অভিযোগ করেন, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের এডিসি হারুন অর রশিদ নিজেকে স্পিকারের ভাগ্নে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে | তারা স্পিকার উদ্দেশ করে বলেন, এডিসি হারুন আপনার ভাগিনা | আপনার নামেই সে ঢাকা শহরে পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করে বেড়ায় | জবাবে স্পিকার বলেন, আমার তো অনেক ভাগিনা আছে, এডিসি হারুন কত নম্বর তা আমার জানা নেই |

আর কতকাল স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা নিষ্পেষিত হবো ? দেশের বড় সব রাজনৈতিক শাসক দলগুলো আর কতকাল আমাদের দাবিয়ে রাখবে ?

মুক্তিযুদ্ধের সময়ে দেশ সম্পর্কে আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল | দেশের মানুষের সর্বাঙ্গীণ মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্ন আমরা দেখেছিলাম – সে মুক্তি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক | আমরা ভেবেছিলাম, আমরা এমন একটা দেশ গড়ে তুলতে সমর্থ হবো, যেখানে সর্বাধিক সংস্কার থেকে মানুষের মুক্তি ঘটবে, শোষণ-বঞ্চনার অবসান হবে, প্রত্যেক নরনারীর সৃজনশীলতা অর্গলমুক্ত হবে | সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়ে দেশে উন্মোচিত হবে নতুন নতুন দ্বার, তার অগ্রগতি ঘটবে নিত্য নবীন ক্ষেত্রে | আমাদের দুর্ভাগ্য, তা ঘটেনি | আমাদের দুর্ভাগ্য, স্বপ্ন দেখার সাহসও আমরা আজ হারিয়ে ফেলেছি |