বাংলা কথাসাহিত্যে রসবোধ জাগরণের নির্মাতা

শুভ্র রহমান
Published : 24 July 2011, 03:28 PM
Updated : 24 July 2011, 03:28 PM

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (জুলাই ২২, ১৮৪৭ – মার্চ ১১, ১৯১৯) বাংলা কথাসাহিত্যের একজন বিখ্যাত, স্বনামখ্যাত, রঙ্গব্যঙ্গের বাঙালি কৌতুক লেখক | সংসারের অসচ্ছল অবস্থার জন্য ১৮৬৫ সালে বাড়ি থেকে রোজগারের জন্য চলে যান এবং নানা দেশ ভ্রমন করেন | কিন্তু কোথাও কাজ পছন্দ না হওয়ায় কটকে চলে যান। ১৮৬৮ সালে কটকে জেলার পুলিশ সাব ইন্সপেক্টর হন |

কটকে ওড়িয়া ভাষা শিখে ওড়িয়া 'উৎকল শুভকরী' নামে মাসিক পত্রিকার সম্পাদনা করেন | তিনি ইউরোপের নানা জায়গায় ভ্রমণ করেন এবং 'এ ভিজিট টু ইউরোপ' নামক গ্রন্থ রচনা করেন | এই বইটিতে তাঁর সমস্ত কাজ ও ভ্রমণ বৃত্তান্ত রয়েছে | ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে দেশীয় শিক্ষা বাণিজ্যে যাতে উন্নতি হয় তার যথেষ্ট চেষ্টা করেন | কলকাতা, বোম্বে প্রভৃতি বড় বড় শহরে এবং বড় বড় রেলস্টেশনে ভারতীয় কারুকার্যের যে সকল দোকান দেখতে পাওয়া যায় তা ওনার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল | এই সময় তিনি সরকারের অনুমতিক্রমে 'আর্ট ম্যানুফ্যাকচারারস অফ ইন্ডিয়া' নামক একটি বই লেখেন | ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যে সব শিল্প দ্রব্য নির্মিত হত সেই সব শিল্প দ্রব্যের একটি তালিকা ইংরাজীতে প্রকাশ করেন | তিনি বর্ধমানে থাকাকালীন ফার্সি ভাষা শিক্ষা করে অভূতপূর্ব নাম করেছিলেন |

ত্রৈলোক্যনাথ সাহিত্যিক হিসেবেই বিখ্যাত | তিনি বাংলা সাহিত্যে এক নতুন রকমের উদ্ভট হাস্যরসের প্রবর্তক ছিলেন | বঙ্গবাসী অফিস থেকে প্রকাশিত মাসিক পত্রিকা 'জন্মভূমিতে' তিনি অনেক ভালো ভালো প্রবন্ধ লিখেছিলেন | বিশ্বকোষ নামক অভিধান তার চেষ্টাতেই আরম্ভ হয় | তিনি অভিধান রচনায় ভাই রঙ্গলালকে প্রচুর সাহায্য করেছিলেন | এছাড়া 'জন্মভূমি' সাপ্তাহিক পত্রিকাতেও নিয়মিত লিখতেন |

তাঁর রচিত 'ডমরু চরিত' এবং 'কঙ্কাবতী' খুবই বিখ্যাত | 'কঙ্কাবতী' তে মূলত অতিপ্রাকৃত জগতের অধিবাসীদের আচরণে মানবসমাজভুক্ত প্রাণীদের ছায়াপাত ঘটিয়ে বাঙালি সমাজে প্রচলিত ভ্রান্ত বিশ্বাস ও অন্ধ সংস্কারকে আঘাত করেছেন, বিদ্রূপ করেছেন | তাঁর বর্ণনাভঙ্গি বৈঠকি | ভাষা সহজ, সরল, অনাড়ম্বর | 'কঙ্কাবতী' উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন 'এইরূপ অদ্ভুত রূপকথা ভালো করিয়া লেখা বিশেষ ক্ষমতার কাজ | …এতদিন পরে বাঙ্গালায় এমন লেখকের অভ্যুদয় …যাঁহার লেখা আমাদের দেশের বালক-বালিকাদের এবং তাঁদের পিতামাতার মনোরঞ্জন করিতে পারিবে |'

এ ছাড়াও ফোকলা দিগম্বর, পাপের পরিণাম, বাঙ্গাল নিধিরাম, জাপানের উপকথা ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা |

***
তথ্য সূত্র : ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচনাবলীর ভূমিকাংশ ও উইকিপিডিয়া