দেবতাদের যুদ্ধ ও পুতুল মানুষ

রিদওয়ানুল মসরুর
Published : 20 Oct 2011, 02:22 AM
Updated : 20 Oct 2011, 02:22 AM

ভেবেছিলাম…'মিঃ ক' এবং 'মিঃ খ' নামে দুটি চরিত্র নিয়ে লিখব…..। কিন্তু তাতে আবার লিঙ্গীয় বৈষম্য করা হয় কিনা……তাই 'মিঃ' বাদ দিয়ে শুধু 'ক' ও 'খ' নাম ই বেছে নিলাম…..। যাই হোক ক ও খ বাংলাদেশি দুই দেবতা। নদীমাতৃক দেশে নদীর দুই তিরের দুই দেবতা এই ক ও খ। তো…সেই দুই দেবতার মধ্যে ভীষণ শত্রুতা……কেউ কাওকে দেখতে পারে না……একেবারে দা-কুমড়ার সম্পর্ক। খ এর সুখের ঘরে আগুন লাগাতেই হবে……ক বদ্ধপরিকর….।
তাই ক নদীর পানি কে দিলো ঘুষ….নদীর পানির স্রোতে ভাঙল খ-এর তীর। কি এত বড় কথা……!! আমাকে বিপদে ফেলে…..!! দাঁড়া দেখাচ্ছি মজা……!! খ নদীর পানি কে দিলো ঘুষ….নদীর পানির স্রোতে ভাঙল ক-এর তীর।
এভাবে চলতেই থাকল………………………………………… তারপর একদিন শুকনো নদীর বুকে জেগে উঠল চর………শুকনো নদী থেকে বিলুপ্ত হল মাছ আর জলজ প্রাণীদের দল…….

এই গল্পের সাথে আমাদের রাজনৈতিক পরিস্থিতির কোনো মিল পাচ্ছেন কি…….???

(ক ও খ= সরকারি দল ও বিরোধী দল; নদীর পানি=পাবলিক সার্ভেন্ট ও প্রতিষ্ঠান সমূহ; মাছ ও জলজ প্রাণীদের দল=আমদের সার্বভৌমত্ব,সম্পদ,ঐতিহ্য,সংস্কৃতি তথা আমাদের অস্তিত্ব)-কল্পনা করে লেখা।