শিক্ষা বাজেট: কিছু প্রশ্ন

রিদওয়ানুল মসরুর
Published : 1 Jan 2012, 06:16 PM
Updated : 1 Jan 2012, 06:16 PM

এই গ্রাফটি দেখলে মনে হবে আমরা আমাদের শিক্ষার জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। অনেক টাকা খরচ করছি দেশের শিক্ষা খাতের উন্নয়নের জন্য। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে; যেমন-

প্রশ্ন ১: এই বাজেটের সম্পুর্ণ বাস্তবায়ন হয়েছে কি? যদি না হয় তাহলে কতটা বাস্তবায়ন হয়েছে তার বছর ভিত্তিক পরিসংখ্যান চাই।
প্রশ্ন ২: বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যাঁরা কাজ করেছেন, তাদের সততা ও দক্ষতা-যোগ্যতা কি গুনগত ফলাফল পাবার জন্য যথেষ্ট ছিল?
প্রশ্ন ৩: শিক্ষকদের যে ট্রেনিং দেওয়া হয়, তা তারা বাস্তবায়ন (যদি সেসব বাস্তব পরিপেক্ষিতে বাস্তবায়ন যোগ্য হয়) করছেন কিনা তা কি যথাযথভাবে (ঘরে বসে মনগড়া সুপারভিশন রিপোর্ট নয়) সুপারভাইজ করা হয়? হলে সেসব সুপারভিশন রিপোর্টের সারসংক্ষেপ আমরা (সাধারন জনসাধারন) জানতে পারে না কেন?

এই প্রশ্নগুলি আসলে যতটা না কর্তৃপক্ষের কাছে, তার চেয়ে বেশিবার প্রশ্ন করি নিজেকে। তবু উত্তর পাই না।
প্রিয় পাঠক, যদি আপনার জানা থাকে এসব প্রশ্নের উত্তর, তবে প্লিজ জানাতে ভুলবেন না আমাদের।

[পাঠকের মুল্যবান সময় বাঁচাতে, ভাবছি এখন থেকে সংক্ষিপ্ত কলবরে লিখব। এব্যাপারে মতামত পেলে খুশি হব।]