ইন্টারনেট ছাড়াই ব্রাউজ করুন পছন্দের যে কোন ওয়েবসাইট!!!

রুহুল আমিন
Published : 29 April 2012, 07:15 PM
Updated : 29 April 2012, 07:15 PM

আস সালামু আলাইকুম, কেমন আছেন সবাই , অনেক ভাল তাই না? আমি সেটাই দোয়া করি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা যে জানে না তার জন্য। ফালতু বক বক না করে কাজের কথায় আসি। ইন্টারনেট এখন থাকবে আপনার হাতের মুঠোয়। কারন WebCopier Pro এখন আপনার কাছে। অফ-লাইন ব্রাউজিং জগতে সবার জানা শক্তিশালী একটি এওয়্যার্ড উইনিং উইন্ডোজ প্রোডাক্ট এর নাম হল WebCopier Pro । এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়াই ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। এমন কি আপনার ফেভারিট সাইটগুলো, ম্যাগাজিন সাইট কিংবা টিউটোরিয়াল সাইটগুলো সম্পূর্ণ/ আংশিকরূপে কপি করে যেকোন সময় ব্যবহার করা যাবে। এখন আপনি ইচ্ছা করলে পুরা ওয়েবসাইটটি ডাউনলোড করে পরে যে কোন সময় অফ-লাইনে তা দেখতে পারবেন । এখান থেকে WebCopier Pro v5.4 Portable| 7.3 Mb সফটওয়্যারটি ডাউনলোড করে রান করুন

০১। এর মাধ্যমে সমগ্র বা আশিংক ওয়েবসাইট কপি করা যাবে।
০২। এর পর হার্ডড্রাইভে ওয়েবসাইট কপি এবং সেভ করতে হবে ।
০৩। WebCopier Pro একই সাথে ১০০ ফাইল ডাউনলোড করা যাবে।
০৪। WebCopier Pro দ্বারা সমগ্র ওয়েবসাইট অথবা সিলেক্টেড অংশ প্রিন্ট করা যাবে।
০৫। WebCopier Pro দ্বারা PDF, XML, RSS, compressed SWF, FLV, WAP, VRML, SVG and MP3 playlists ফাইল বিশ্লেষণ করা যাবে ।
০৬। WebCopier Pro এটি দ্বারা সাইটে ইউজান নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সুবিধা দেয়।
০৭। WebCopier Pro দ্বারা সংরক্ষিত ফাইলগুলো তাদের নেটিভ ফর্মেই থাকে, ফলে সহজেই তা অন্য কম্পিউটার, ডিস্কে বহন করা যায়।
০৮। WebCopier Pro দ্বারা ২জিবি আকারের সাইটও ডাউনলোড করা যাবে
০৯। WebCopier Pro ডাউনলোডের যে কোন সময় স্টপ/পুশ সুবিধা আছে।