এই ভূত তাড়াবে কে?

শামীম আরা নীপা
Published : 6 August 2012, 06:47 AM
Updated : 6 August 2012, 06:47 AM

সাংবাদিক ভাই-বোনদের কে অতীব সম্মান করে আসছি সবসময় কিন্তু তাদের কারো কারো কর্মকাণ্ডে এতটা ই হতাশ যে কিছু বলতে ও লজ্জা এবং ঘৃণা লাগতেছে… তারা যে ধারার সাংবাদিকতা শুরু করেছেন তাতে করে তারা পুলিশ বাহিনী কে ও হার মানিয়েছে… সাংবাদিক টাকা খায়- এটা বিশ্বাস করতে কষ্ট লাগে। তারা সত্য কে মিথ্যা এবং মিথ্যা কে সত্য বানায় চোখের পলকে…। তারা মৃত ব্যাক্তির মা'র কাছে কিংবা বৌ এর কাছে কিংবা বাচ্চার কাছে প্রশ্ন করে ' আপনার কি অনুভূতি?' এই মানবতাহীনতা এবং অমানবিক আচার ব্যাবহার তারা শিখলো কিভাবে? বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তদের কি এই মানবতা বিরোধী আচরন ই শেখানো হচ্ছে? যে যতো বেশি অমানবিক সে ততো বেশি সফল সাংবাদিক? তাদের কাটতি ই বেশি সবখানে… সাধারন মানুষ কাকে বিশ্বাস করবে? কাকে ভরসা করবে? সাহায্যটা চাবে কার কাছে? সরকার, প্রশাসন, পুলিশ, সাংবাদিক সবক্ষেত্রে ৯৮% ই দুর্নীতি পরায়ণ তাহলে সাধারন মানুষের আশ্রয়টা কই? ২% মানুষ সাংবাদিক রা কিভাবে নিজেদের সম্মান বাঁচাবে? সরিষা ক্ষেতেই ভূত কেনো? এই ভূত কে তাড়াবে???