মানবতার শপথ….

শামীম আরা নীপা
Published : 8 August 2012, 03:57 AM
Updated : 8 August 2012, 03:57 AM

সামনে আসছে প্রলয়ংকারী দিন, মানবতার শপথ নিন। মানবতাবোধ ও সচেতনতা ছাড়া বাঁচার আর কোন পথ নাই। কথায় আর চিড়া ভিজবে না তাই মাঠে নেমেই কাজে হাত দিতে হবে। কম্পিউটার এর সামনে বসে কমেন্টস কিংবা ব্লগিং কিংবা পত্রিকায় লেখালেখি করে আর কোন উদ্ধার কাজ হবে না দেশের তাই সমাজ উন্নয়ন ও সংস্কারে স্ব স্ব দায়িত্ব পালন ও মানবতাবোধ দিয়ে নিজেদের ই ছোট ছোট অবদান রাখতে হবে যেনো এই ছোট কাজ গুলো ই একদিন বিশাল রুপ নিতে পারে এবং পরিবর্তনের সাধু জোয়ারে সব পাপ ও দুর্নীতি ভেসে যায়। আমি মাঠে নেমেছি কিন্তু ঠিক সন্তুষ্ট হতে পারছি না… অনেক কাজ বাকি কিন্তু সময় এত কম যে শুধু ভয় হয় যেন আমার দায়িত্ব গুলো অন্যের উপর চাপিয়ে পরপারে চলে যেতে না হয়… একটা ছক যেন দিয়ে যেতে পারি… একটা পথ যেনো সুগম করে যেতে পারি দেশের জন্য, সমাজের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য…।।