কেউ কি জানে আমি কী চাই? আমার মন কী চায়?

শামীম আরা নীপা
Published : 9 August 2012, 03:55 PM
Updated : 9 August 2012, 03:55 PM

আমার চাওয়া খুব স্পষ্ট… আমি কি চাই, কেন চাই, কিভাবে চাই – সব খুব Specific… আমি জানি, আমি কি চাই কিন্তু ব্যাপার গুলো কে Achieve করতে পারা খুব কঠিন, আমার একার উপর নির্ভরশীল না কোন কিছু… সার্বজনীন হোক কিংবা সামাজিক কিংবা পারিবারিক কিংবা সাংসারিক কিংবা ব্যাক্তিগত – কোন চাওয়া ই আমার একার উপর নির্ভর করে না… হাজার হাজার নিয়ামক কাজ করে চাওয়া কে পাওয়ায় বদলাতে… কোথাও একটু মতভেদ মানেই সব ছন্নছাড়া হয়ে যাওয়া, প্রাপ্তি থেকে আরও হাজার ক্রোশ দূরত্বে ছিটকে পরা… জীবন সোজা পথে চলে না… সোজা ভাবনা দিয়ে জীবন চলে না… সোজা পথে চলা মানেই যেন just looser হয়ে কষ্ট এবং অপমানের জীবন যাপন করা…