অগুন্তি নিপীড়নে…

শামীম আরা নীপা
Published : 15 August 2012, 09:37 AM
Updated : 15 August 2012, 09:37 AM

যখনি ভালবাসা জন্মে যায় ঠিক তখনি গন্তব্য পরিবর্তন হয়ে যায়। যখনি বন্ধন তৈরী হয়ে যায় তখনি বিচ্ছিন্নতার তানপুরা বেজে উঠে। যখনি বিচ্ছেদ নিশ্চিত তখনি ভালবাসা সুক্ষভাবে প্রকট হয়। যখনি সংশয় দূর হয় তখনি দূরত্ব বেড়ে যেতে থাকে। যখনি জানার আগ্রহ জন্মায় তখনি দুষ্প্রাপ্যতা দেখা দেয়। যখনি আকাংখা বেড়ে যায় তখনি আলোর শিখা নিভু নিভু। যখনি বিশ্বাস একীভুত হয় তখনি প্রলয় ধ্বনি বিকষিত…।

নিপীড়িত সম্পর্ক দেখলে ভেঙ্গেচুড়ে যাই-প্রতিটা সম্পর্ক সুস্থ এবং সুন্দর হোক। কোথাও যেন জীর্ণতা না থাকে। নিপীড়নে সম্পর্ক গুলো যেন রঙিন মোড়কে মোরা শূন্যতা হয়ে না যায়। জীবন যেন ধুসর বর্ণে নিঃশ্বাস ত্যাগ না করে। জীবন যেন জীবনের থেকে পালিয়ে না যায়। পালিয়ে বাঁচার নাম যেন জীবন না হয়…।