আমি রাবণের অনুসারী ..

শামীম আরা নীপা
Published : 10 Oct 2012, 06:32 AM
Updated : 10 Oct 2012, 06:32 AM

আমরা সভ্য জাতি??? আমরা নিজের ঘরের থেকে অন্যের ঘরের খবর বেশি রাখি…। তাও কেন??? কুৎসা রটানোর জন্য… কে মরলো, কে বাচলো, কে খেতে পাইলো, কে পরতে/ পড়তে পারলো তা নিয়ে মাথা ব্যাথা নাই , যত মাথা ব্যাথা শুধু অন্যের ভুল আর দুর্বলতা নিয়ে… আমরা অন্যের মেধা কে চুরি করে নিজের বলে চালিয়ে দেই… আমরা অন্যের সম্পদ স্পর্শ করার আগে একবার অনুমতি চাই না বরং নিজের মেনে চুরি করে আস্ফালন করি… আমরা নিজের দোষ কখনোই দেখতে পাই না, শুধু অন্য কে ই দোষ দিয়ে যাই, নিজের পাপ কে অন্যের ঘাড়ে চাপিয়ে তামাশা দেখি… অন্য কে অপমান করে নিজে বড় হতে চাই… নিজে বড় হতে না পারলে অন্য কে ও বড় হতে দিতে চাই না, টেনে হেঁচড়ে তাকে নিচে নামিয়ে আনি… আমরা ধর্ম কে ব্যাবহার করে মানুষ খুন করি আর দেশপ্রেম এবং জিহাদের দোহাই দেই… আমরা অন্যের হক মেরে খাই… আমরা প্রতিদিন ঘরের সম্মান আর পবিত্রতা কে গলা টিপে হত্যা করি… আমরা প্রতিদিন অমানবিক নির্যাতন করি … আমাদের উদর পূর্তির কোন সীমা নাই… আমরা বিলাসীতা কইরা কোটি টাকা উড়াই কিন্তু গরীব পরিবার কে প্রতিষ্ঠীত করার জন্য দান করতে পারি না… আমরা নিজের অধিকার আদায়ের জন্য অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি ছুড়ি, অন্যকে আগায়ে দেই গুলি বুক পেতে নিতে আর সুবিধা ভোগ করি নিজে… আমরা নিজের স্বার্থে সব করতে পারি… আমরা বৃহত্তর স্বার্থ নিয়ে ভাবতেই পারি না… আমরা সবখানে শুধু ধান্দাবাজি খুজি, সবখানে নিজের লাভ খুঁজি… আমরা নিজেরা তো ভালো কাজে আগাই না এবং অন্যকে ও আগাতে দেই না… হাজার প্রশ্ন, হাজার টিপ্পনি, হাজার বাঁধা দিয়ে মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেই … আমরা সভ্য জাতি???? আমরা ভালবাসতে পারি, আপ্যায়ন করতে পারি, সৌজন্য দেখাতে পারি , অন্যের দুঃখে কাঁদতে পারি আবার এক ই সাথে তার থেকেও বেশি ঘৃণা করি, অবহেলা-অপমান-উপেক্ষা করি, তার থেকেও বেশি হাসি অন্যের দুর্দশা কষ্ট দেখে … আমরা একজনের দোষের শাস্তি নিরীহ ১০০ জন কে দিয়ে ভোগ করাই… আমরা রাবনের মতো তাণ্ডব করি… তারপর ও আমরা সভ্য জাতি ??? হ্যা সভ্য ই তো কারণ বাংলাদেশির কাছে সভ্যতার সংজ্ঞা ই আজ পাল্টে গেছে… আমি অসভ্য জাতি … আমি নির্লজ্জ জাতি … আমি রাবণের অনুসারী …!!!