আমি এক অর্থে নিঃসঙ্গ এবং নিঃস্বই হইতে চাই…!!!

শামীম আরা নীপা
Published : 14 Oct 2012, 03:22 AM
Updated : 14 Oct 2012, 03:22 AM

আমি আজ পর্যন্ত কাওকে কোন উপদেশ দিতে পারিনি… কোন আইডিয়া মাথায় আসলে ডিসকাস করছি শেয়ার করছি, জিজ্ঞেস করছি কি করা যায় কিন্তু কখনো উপদেশ দেইনি… কিন্তু যাকে দেখ সেই উপদেশ দেয়া শুরু করে… সবাই শুধু নিজেকেই ওয়ান এবং ওয়ানলি পারফেক্ট মানুষ ভাবে … আরে ভাই সমস্যাটা কি? নিজেদের কাজ তো আমরা নিজেরা পারফেক্টলি করি না কিন্তু বলার সময় হাজার হাজার উপদেশ আর পদ্ধতি … এতো যখন বুদ্ধি আমাদের তাহলে নিজ নিজ দায়িত্ব গুলো কেন এতো অবহেলিত ??? নিজের চারপাশ টা কেন এতো উপেক্ষিত ??? সমস্যাটা কি আসলে??? সবাই শুধু হাচড়ে পাচড়ে নিজেরা বাঁচতে চায়, অন্য কাওকে বাঁচতে দিতে চায় না…!!! শুধু অন্যের ভুল ধরো আর নিজেকে মহান প্রমান করো- এই হলো মানসিকতা … আরে ভাই সবাই যখন এতোই মহান তাহলে বাংলাদেশি এতো অসভ্য জাতি কেন??? এখনো যাবতীয় অসভ্যতা আর বর্বরতার পরিচয় দিয়ে যাচ্ছে কেন??? সবাই আছে শুধু 'আমি, আমি' নিয়ে অথচ মুখে কত ভিন্ন মিষ্টি কথা !!! সিভিলাইজেশন এর মানেই জানে না এই জাতি আর আজাইরা গলাবাজি করে … অন্যকে সম্মান করতে , অন্যের মতামত কে মুল্য দিতে পারে না কেউ ই কিন্তু উপদেশ দেয়ার সময় হাজার হাজার শব্দের ফুলঝুড়ি রেডী …. !!! আমি হইলাম সবার থেকে বড় মুরুক্ষ আর সব থেকে বেশি বেয়াদব … আমি হইলাম চরম অসভ্য জাতি এবং আমার এসব স্বীকার করতে কোন লজ্জা নাই… আমি এমন ই … কারো কোন অসুবিধা থাকলে দয়া কইরা আমাকে ত্যাগ করুন… কৃতজ্ঞ থাকবো … আমি এক অর্থে নিঃসঙ্গ এবং নিঃস্ব ই হইতে চাই…!!!