আমাদের অস্তিত্ব এবং আমাদের পরিচয়টা আসলে কী?

শামীম আরা নীপা
Published : 14 Nov 2012, 03:05 PM
Updated : 14 Nov 2012, 03:05 PM

যুদ্ধের কথা, ইতিহাসের কথা, বিদ্রোহের কথা, জয়ের কথা , পরাজয়ের কথা — আওয়ামি লীগ বলে তাদের মত করে, বি এন পি বলে তাদের মত করে, জাতীয় পার্টি বলে তাদের মত করে, জাসদ বলে তাদের মত করে, জামাত বলে তাদের মত করে — সত্যটা কে বলবে? কারা বলবে? আমাদের অবস্থান কি? আমরা তো ধোপার কুকুর হয়ে রইলাম – না ঘরের, না ঘাটের … যে যেভাবে নাচাইতেছে, সেভাবেই দল বিভক্ত হয়ে সব নাচতেছি !!! আমাদের অবস্থান টা আসলে কই ??? নিজের অবস্থান যদি নিজেকেই তৈরি করে নিতে হয় তাহলে ধোপার কথায় নাচতেছি কেন আর কেনই বা কুকুর হয়ে বেঁচে আছি??? আমাদের অবস্থানটা কি আমরা তৈরী করে নিতে পারবো নাকি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে জীবন পার করে দিবো – এটা ই সব থেকে বড় সামাজিক এবং জাতীয় প্রশ্ন … !!! রাজনীতি আর রাজা রাজড়ার কাদা ছোড়াছুঁড়ি আর কাদা কাদা মাখামাখি দেখতে ভাল লাগে না … আমরা সাধারন মানুষ সাধারন শান্তির জীবন চাই … আমাদের মৌলিক অধিকার চাই, নিরাপত্তা চাই , সার্বভৌমত্ব চাই, স্বাধীনতা চাই … রাজা রাজড়ারা কি দিবেন এসব সাধারন মানুষ কে? নাকি আমাদের ই রাজপথে নামতে হবে??? একটা যুদ্ধ হইছিল — কেউ একা তা করেনি , সবার ই কিছু না কিছু অবদান আছে … কিন্তু কেউ সেটা মানতে রাজী না … সবাই মাসিহা হইতে চায় শুধু ক্ষমতার লোভে !!! সাধারন মানুষ গুলো তাইলে কি??? যুদ্ধের প্রকৃত সত্য প্রকাশের তরে কেউ ই কি নাই??? কোন উপায় কি নাই??? যুদ্ধটার প্রতি, শহীদদের প্রতি, প্রতিটা মুক্তিযোদ্ধার প্রতি , বিজয়ের প্রতি আমাদের রাজা রাজড়াদের কোন সম্মান কিংবা কৃতজ্ঞতা বোধ নাই …!!! ক্ষমতার লোভে সবাই অন্ধ হয়ে সাধারন মানুষগুলারে পাড়ায়ে মারতেছে অথচ কোন বিকার নাই, কোন কষ্ট নাই , কোন মাথা ব্যাথা নাই …!!! লোভী লকলকে জিহ্বাটা শুধু বেরিয়ে এসে ছোবল হেনে যাচ্ছে আর বিষে বিষে নীল হয়ে আমরা কাৎরাতে কাৎরাতে ঝরে যাচ্ছি নির্দ্বিধায় , নীরবে, নিরঙ্কুশ ভাবে … !!! আমাদের অস্তিত্ব এবং আমাদের পরিচয় টা আসলে কি???