লুটেরাদের হাতে শেয়ার বাজারের দায়িত্ব!

রাসেল
Published : 12 Oct 2011, 04:43 AM
Updated : 12 Oct 2011, 04:43 AM

দেশের শেয়ার বাজারের বেহাল অবস্থা। দির পর দিন সুচকের পতন হচ্ছে। কাল পড়েছে ২২৫ পয়েন্ট। দেখার কেউ নেই। বিনিয়োগকারীরা এখন আর আগের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করেনা। দুই দিন আগে অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেছেন শেয়ার বাজারে যারা বিক্ষোভ করে তারা সুনাগরিক নন! আমার প্রশ্ন তাহলে সুনাগরিক কারা? যারা লুট-পাট করেছে তারা? কিছুদিন আগে পত্রিকায় দেখলাম শেয়ার বাজারের দায়িত্ব দেয়া হয়েছে ১৯৯৬ সালের চিহ্নিত দুই লুটেরা সালমান এফ রাহমান ও রাকিবুর রহমানকে। তার মানে শেয়ালের কাছে মুরগী বর্গা দেয়া হয়েছে! আইয়ামে জাহেলিয়্যাত এর কথা শুনেছিলাম চোখে দেখিনি। কিন্তু আওয়ামী জাহেলিয়্যাত চোখের সামনে দৃশ্যমান! আমার বিনিয়োগের তিন ভাগের দুই ভাগ টাকা নাই হয়ে গেছে। যেভাবে সুচক পড়া শুরু করেছে তাতে মনে হচ্ছে বাকী যা আছে তাও হয়তো অল্প দিনের মধ্যে হাওয়া হয়ে যাবে।

বিশ্লেষকদের মতে শেয়ার বাজার তার আপন গতিতেই চলে। শেয়ার বাজার যখন পড়তে থাকে তখন কোন যুক্তি মানেনা। এটাই শেয়ার বাজারের নিয়ম। বিশ্লেষকদের কথা মেনে নিলাম। কিন্তু লুটেরাদের হাতে কেন শেয়ার বাজারের দায়িত্ব দিতে হবে। দেশে কি ভাল মানুষের অভাব পড়েছে?