রবীন্দ্র মৌলবাদিদের ঈদ!

রাসেল
Published : 8 May 2012, 06:24 PM
Updated : 8 May 2012, 06:24 PM

সকালে টিভি খুলতেই দেখি সব চ্যানেলে রবীন্দ্র উৎসব চলছে। তাই কৌতূহলী হয়ে পড়শি দেশের টিভি চ্যানেলগুলোতে একটু চোখ বোলালাম। না রবীন্দ্রনাথকে নিয়ে সেরকম কোন অনুষ্ঠান চোখে পড়লো না। আর এদিকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে বিশিষ্ট রবীন্দ্র মৌলবাদীদের অংশগ্রহণে গান, নাচ, আবৃত্তি সহ বিভিন্ন রাবিন্দ্রীক অনুষ্ঠানমালা চলছে, চ্যানেল আইতে দেখলাম রবীন্দ্র মেলা চলছে। এক কথায় টিভি চ্যানেলগুলো রাবীন্দ্রীক অনুষ্ঠানমালা নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছে। এসব অনুষ্ঠান দেখে আমার ঈদের কথা মনে পড়ে গেলো, মনে মনে ভাবতে লাগলাম আজ মনে হয় ঈদ, রবীন্দ্র মৌলবাদীদের ঈদ!