যে জাতি টাকা ভাংতির জন্য মিথ্যা কথা বলে, সে কখনো (এক)…

পাগল মন
Published : 16 Feb 2012, 04:37 AM
Updated : 16 Feb 2012, 04:37 AM

এই ব্লগে ঢুকে বেশ আনন্দ আর পুলক অনুভব করি I কত ভাল ভাল শক্তিমান লেখক I যেমনি তাদের প্রকাশ ক্ষমতা তেমনি উচু শব্দের গIথুনি আর লেখার স্টাইল I দেখে নিজেকে খুব ছোট আর অসহায় মনে হয় I অIমিতো আমার মনের কোনও ভাবই প্রকাশ করতে পারি না I মনের ভিতর এক অব্যক্ত যন্ত্রনা কুরে কুরে মারে সারাক্ষণ I চল্লিশ বছর পার হল , ১৬ই ডিসেম্বর পারেনি , পারেনি ২৬ মার্চ বা ২১ ফেব্রুয়ারী, আমাদের অবক্ষয় আর নৈতিক মূল্যবোধের পরিবর্তন আনতে I মন -মানসিকতার লেখ চিত্র ধীরে ধীরে নিচের দিকে নামছে I যারা চিন্তায় আর মননে খুবই শক্তিমান তাদের কাছে আমার আকুল আবেদন, একটা পথ বের করুন, আমাদের শিক্ষা আর বিবেককে উন্নত আর জাগ্রত করার I পনের কোটির অধিক মানুষ এ এক কঠিন আর পর্বত সমান টাস্ক I যারা চেষ্টা করছেন তাদের সংখI এত নগন্য যে সফলতার মুখ দেখতে হাজার বছর লেগে যাবে I প্রথম আলো পত্রিকায় একটা খবর দেখলাম , জামালপুরে একটা ট্রেন এর কয়েকটা বগি লাইন থেকে পড়ে গিয়েছিল I এলাকার লোকজন যাত্রীদের সর্বস্স লুটে নিয়েছে I দেশের যে কোনও যায়গায় , যে কোনও প্রান্তে কোন দুর্ঘটনা ঘটলে দেখবেন হতাহতদের সব মূল্যবান জিনিসপত্র খোয়া যায় I এমনকি বিচ্ছিন্ন অঙ্গ প্রতঙ্গ থেকেও জিনিসপত্র লুট করা হয় I দিন পনের আগে আমার এক পরিচিত জন সাভারে রাতের বেলা বাস দুর্ঘটনায় আহত হয়েছিল , জ্ঞান ফিরার পর সে আর টাকা পয়সা মোবাইল কিছুই পায়নি Iসারা দেশে একই দুরবিত্ত বা লুটেরা কিন্তু এ কাজ করছে না I তার মানে সুযোগ পেলে সবাই এ জঘন্য কাজে লিপ্ত হচ্ছে , অর্থাত্‍ সবাই …।

সময় নেই , আপনারI যারা রাস্তা জানেন, তারা লিখুন , বলুন , সবাই মিলে নেমে যাই I সবার লিখIতেই এ দেশ কে ভালোবাসার কথা ফুটে উঠছে , কিন্তু কাজ বা সমননয় হচ্ছে না I যারা ভবিষশত জেনারেশন উপর ভরসা করছেন তাদের উদদেসসে বলি , কোন প্রজন্ম ? যারা জানে তাদের বাবার ব্যIঙ্ক ব্যালেন্স কত , কিভাবে এবং কত টাকা তার বাবা কIমায় I জীবনের প্রতিটা মুহূর্তে দেখছে সে অবক্ষয় I পরিবার বা শিখখা কোনখান থেকেই সে মূল্যবোধের পরিচয় পাচ্ছে না I মরণ নেশায় বুদ হয়ে যাচ্ছে যুব সমাজ I সকল পেশায় আজ ব্যবসাইক মনবৃত্তি I কী শিখছে তারI I পরিবার, সমাজ ,ধর্ম , রাষ্ট্র , কিছুই আমাদের মানুষ করতে পড়ছে না I মসজিদ থেকে জুতা চুরি হয় I রোজার মাস তো রমরমা ব্যবসার মাস I হজ্জ করে এসে আবার দুই নম্বরী I মসজিদের ভিতর বৃদ্ধরা পড়ে এসে সবার উপর দিয়ে ডিঙিয়ে সামনের কাতারে যেয়ে বসছে I আমার এক বস বলেছিলেন যে জাতি টাকা ভাংতির জন্য মিথথা কথা বলে ,সে কখনো মাথা তুলে দাড়াতে পারবে না I আচ্ছা চলন্ত ট্রেন এর জানালায় পাথর মারতে শুনেছেন কখনো , রাস্তায় কার্পেটিং করার পর সরকারী ভাবে রাস্তায় বালু ঢIলতে ? ঘরে ঘরে ক্যানসারে অIকক্রান্ত রোগীর সংখI বৃদ্ধি পেলেও কোনও কার্যকর ব্যবস্থা নেয়া হয়না I হাসতে হাসতে খাদ্যের সঙ্গে বিশ মিশানও হচ্ছে কোন দেশে বলতে পারেন ? হায়রে আমার মন মাতানো দেশ …।