হে তরুণ, জেগে ওঠো! আজ তোমার ঋণ পরিশোধের পালা

পাগল মন
Published : 23 April 2012, 02:31 PM
Updated : 23 April 2012, 02:31 PM

জেগে ওঠো তোমরা, ফেলে দাও সব জঞ্জাল, হেরোইন, ইয়াবা আর নেশার মাল । শোধ করো ঋণ পূর্বসূরিদের । আজ হালখাতা তোমাদের ঋণ পরিশোধের । তাদের ঋণ, যারা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে যারা ফোটাল রক্তপদ্ম অনন্য । যে আলোয় আলোকিত তোমরা, যে গন্ধে সুরভিত আমরা । ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রানের স্বপ্ন, সে স্বপ্ন সত্যি করার ভার আজ তোমাদের। শোধ করো সেই বীরদের ঋণ , যারা শত্রুর বুকে শেষ বুলেটটি ছুড়ে ঘুমিয়ে গিয়েছিল এই মাটিতে। কান পাতো বাতাসে, শোন তাদের যন্ত্রণা আর আহাজারি । শোধ করো সেই পিতার ঋণ, যে পিতা তার একমাত্র সন্তানকে যুদ্ধে হারিয়ে বিলাপ করে বলছিল, "হায় ! আমার আর একটি সন্তান থাকলে, তাকেও আমি যুদ্ধে পাঠাতাম"। দিনে দিনে জমিছে ঋণের পাহাড়, থামাও কান্না আকাশে বাতাসের । আমরা ব্যার্থ, আমদের বোঝা লাঘব করো, লজ্জিত করো না তাঁদের কাছে। শোধ করো ঋণ তাঁদের, আমাদের জন্য।