হ্যামিলন নয়, প্রয়োজন বাংলার বংশীবাদক…

পাগল মন
Published : 26 April 2012, 07:05 AM
Updated : 26 April 2012, 07:05 AM

হে পলাতক বীর, যে মাটির বুকে ঘুমিয়ে আছেন বঙ্গবন্ধু, বঙ্গ তাজ তোমার বাবা সহ লাখো শহীদ , যে মাটি আর মানুষের জন্য তাঁদের জীবন দিতে হয়েছে , সে মাটিতে ফিরে এসো তুমি বংশীবাদক হয়ে।আজ আমরা বিক্ষিপ্ত, উন্মত্ত, দলছুট, দিশেহারা, অসহায় । মাঝ দরিয়ায় প্রচণ্ড জলরাশির মাঝে ছোট্ট ডিঙ্গি নায়ে ভেসে চলেছি ।মাঝিও আজ পথ হারিয়ে এদিক- ওদিক বায়, কুলের দেখা না পায় । কোথায় তুমি বঙ্গতাজ তাজউদ্দিন এর যোগ্য উত্তরসূরি বংশীবাদক সোহেল তাজ । বীর, পরাজিত হতে পারে, জীবন দেবে, কিন্তু কখনও পালাতে পারে না । হে বাংলার বংশীবাদক, তুমি ফিরে এসো এই সোনার বাংলায়, তোমার বাঁশির সুর, বেজে উঠুক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত । জেগে উঠুক সবার অন্তর , ঘুম ভাঙ্গুক বঙ্গবন্ধু আর বঙ্গতাজ এর গড়া স্বপ্নের মানুষগুলোর । এই বাংলার প্রতিটি মানুষের হাতে উঠুক মুক্তিযুদ্ধের চেতনার মশাল । অমানিশার ঘনঘোর অন্ধকারে ছেয়ে গেছে আজ আমাদের সোনার বাংলা । তুমি ফিরে এসো আমাদের মাঝে হে বীর সৈনিক, প্রকম্পিত করো আকাশ বাতাস, পথ দেখাও এ দেশের লাখো-কোটি পথ হারা তরুণের , তোমার বাঁশির সুরে । পরিশোধ করো বঙ্গবন্ধু আর বঙ্গতাজ সহ লাখো শহীদের রক্তের ঋন । লাখো শহীদের রক্তে গড়া এ অভাগা দেশে মুক্তিযুদ্ধের চেতনা আজ ধুলায় লুণ্ঠিত, বস্তা-পচা গাল ভরা বুলি , ফুলে ফেপে উঠা রমরমা ব্যবসার হাতিয়ার । হে বীর, লজ্জা নিবারণ করো আমাদের, ঋন পরিশোধের পথ দেখাও । তুমি কি শোন না তাঁদের (শহীদের) হাহাকার আর আর্তনাত , এ দেশের দুখী মানুষের বুকের কান্না ? হে বাংলার বংশীবাদক ফিরে আসো এই বাংলায় ।