মোল্লা-কাটমোল্লাদের কাছে কিছু প্রশ্ন: উত্তর চাই

পাগল মন
Published : 4 May 2012, 04:50 AM
Updated : 4 May 2012, 04:50 AM

ইসলাম অর্থ কি?
ইসলাম কিসের ধর্ম?
বিনা কারনে কারো শান্তি ভঙ্গ করা যাবে কি?
বিনা কারনে কারো ক্ষতি করা যাবে কি?
শান্তি ভঙ্গ হয় এরকম শব্দ দূষণ করা যাবে কি?
ক্ষতি হতে পারে, এটা জানার পরও কলার খোসা রাস্তায় ফেলা যাবে কি?
কারো হক বা আমানত নষ্ট করা যাবে কি?
কারো ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে কোরান তেলাওয়াত করা যাবে কি?
আলাদা ভাবে দুইজন একই জায়গায় নামাজ পড়তে শুরু করলে একজনের ব্যাঘাত সৃষ্টি করে অন্যজনে উচ্চস্বরে নামাজ পড়তে পারবে কি ?
গভীর রাতের নামাজ, উচ্চস্বরে পড়া যাবে কি ?
কাউকে জোর করে ইবাদতে নিয়োজিত করা যাবে কি?
কাউকে জোর করে কোরান তেলাওয়াত শুনতে বাধ্য করা যাবে কি?
পাশে কোথায় উচ্চস্বরে কোরান তেলাওয়াত হচ্ছে, সে সময় একজন টয়লেটে বসে আছে, তার করনীয় কী? স্বামী-স্ত্রী ভালবাসায় রত, তাঁদের করনীয় কী?
হাজার হাজার মানুষকে(অসুস্থ-রোগীসহ) যন্ত্রনা ও কষ্ট দিয়ে, তাঁদের ঘুম হারাম করে, উচ্চস্বরে মাইক বাজিয়ে ওয়াজ, মিলাদ ও কোরান তেলাওয়াত করা যাবে কি?
এইভাবে আমল করার কথা, কোরান-হাদিসে কোথায় লিখা আছে কি?
আলেম তথা মোল্লাদের সারা রাত ধরে মাইকে ওয়াজ, হালাল কি?
এই কাজের বিনিময়ে অর্থ নেয়া জায়েজ কি?
এই অর্থ বৈধ কি?
ঘুষ আর এই আয়ের মধ্যে কোন পার্থক্য আছে কি?

বেরাদারানে ইসলাম, আশা করি প্রশ্নগুলোর জবাব প্রদান করিয়া এই নাদানকে প্রীত করিবেন ।