বিডি ব্লগ ও সরকার যেমন???

পাগল মন
Published : 18 May 2012, 05:24 AM
Updated : 18 May 2012, 05:24 AM

বিডি ব্লগ নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কি এমন কোন সমস্যায় পড়েছেন যা সমাধানযোগ্য নয় ? অথবা আর্থিক কিংবা মানসম্মত কারিগরী জ্ঞ্যানের অভাবে ব্লগের টেকনিক্যাল ত্রুটিগুলি ঠিক করা যাচ্ছে না ? গতকাল রাতে করা আমার সর্বশেষ পোস্ট ""বিলিয়নিয়ার" একটি প্রজেক্ট প্রোফাইল" আজ ভোর হতে দেখছি নেই । প্রথম বা দ্বিতীয় পৃষ্ঠায় কোথাও নেই । অর্থাৎ এটা প্রথম পৃষ্ঠার শেষ এবং দ্বিতীয় পৃষ্ঠার প্রথম পোস্ট এর মাঝে গ্যাপ বা পকেটে পড়ে গিয়েছে । পূর্বেও এরকম হতে দেখেছি । তারমানে এই দীর্ঘ সময়টা আমি ব্লগারদের মিস করলাম । ব্লগহোম এ সাম্প্রতিক পোস্ট আসে না, পুরো পোস্ট খোলে না, মন্তব্য করা যায় না ইত্যাদি নানা সমস্যা নিয়ে ব্লগারগন বিভিন্ন সময় অভিযোগ জানিয়েছেন । কিন্তু ফলাফল শুন্য । তাঁদের এই দৈন্য দশায় আমরা কি কোন ভাবে সাহায্য করতে পারি ? আমরা প্রস্তুত, তবুও অভিমান করে ব্লগ ছেড়ে যেতে চাই না । আমাদের সরকার যেমন, যতই আর্তি, আহাজারি, অভাব, অভিযোগ, নিবেদন থাকুক না কেন, "কানে দিয়েছি তুলো" । বিডি ব্লগ কতৃপক্ষর অবস্থা হয়েছে তাই !! যতই অভিযোগ থাকুক না কেন, "কানে দিয়েছি তুলো" । পারলে সমস্যা শেয়ার করুন । আপনাদের লোড ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সদস্য সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে । এ অবস্থায় আমদের জাতীও চরিত্রের প্রতিফলন বিডি ব্লগে ঘটুক তা আমরা কোন অবস্থায় চাই না । বিডি ব্লগ নিয়ে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন !! হেরে যাবেন না এবং হারতেও দেবেন না , প্লীজ !!!