নিরাপদ দুরত্ব ১০০ হাত, হাসপাতাল না যাওয়ার গ্যারান্টি

পাগল মন
Published : 29 May 2012, 04:49 PM
Updated : 29 May 2012, 04:49 PM

পাগলের স্বভাবই হচ্ছে পাগলামী করা । পাগল হয়েছেই সে পাগলামী করার জন্য, পাগলামী করার জন্যই সে পাগল । এটা আপনাদেরকে মানতেই হবে । না মানলে, রাস্তা খোলা, নাসার একটা টিকেট কেটে মঙ্গল গ্রহে চলে যান । হিংসা লাগলে আমার দলে যোগ দেন, পছন্দ না হলে ১০০ হাত দূরত্বে থাকুন । এটা মোটামুটি বিশ্বমানের নিরাপদ দূরত্ব, তা বহাল রাখতে পারলে কোন বিপদ নেই । সাংবাদিক ভাইয়েরা গুনডা-বদমাশ, মারামারি, হানাহানি বা পুলিশ ভাই দেখলে গজ ফিতা দিয়ে ১০০ হাত দূরত্ব মেপে তারপর ক্যামেরা ক্লিক করবেন । কাজেই পকেটে গজ-ফিতা রাখবেন, তাহলে আপনাদেরকে আর হাসপাতাল যেতে হবে না । তবে খেয়াল রাখবেন এই দূরত্ব নিজের ঘরে প্রয়োগ করতে যাবেন না । সে ক্ষেত্রে হাসপাতাল না যাওয়ার গ্যারান্টি দিতে পারবনা, আর সেখানে যেতে না হলেও কবিরাজি বটিকা সেবন অবশ্যম্ভাবী হয়ে যেতে পারে ।