আমি তোমাদেরই লোক…

সঞ্জীব রায়
Published : 12 April 2012, 09:23 AM
Updated : 12 April 2012, 09:23 AM

টেলিভিশন সাংবাদিকতায় কাজ করছি তিন বছর। দেখছি, বুঝছি এবং অনুধাবনের চেষ্টা করছি। হ্যা, তিন বছরে যারপরনাই হতাশা আকড়ে ধরেছে আমাকে। বিশেষত, কথা এবং কাজের অমিল, প্রতিশ্রুতি ভঙ্গ, গণমানুষের প্রতি দায়দায়িত্বহীন মনোভাব, পূজিঁর প্রতি আকর্ষণ এবং অনৈতিক আচরণ। সেসব কিছুর ধারাবাহিকতা একটা পরিবর্তনের আওয়াজ তোলে। যে পরিবর্তনের গন্ধটা খুব বেশি বেশি করে পাই, সেই পরিবর্তনের লড়াইটা এই গণমাধ্যমের জগতেই এগিয়ে নিতে হবে সেটাও মানতে চেষ্টা করি।

"গণমাধ্যমের গণমূখী নীতি এবং বাস্তবতা" শিরোনামে একটি লেখা ছাপানোর জন্য পাঠালাম এ সময়ের জনপ্রিয় একটি অনলাইন বার্তা সংস্থায়। তারা ছাপেননি। এরপর ঢুকতে শুরু করলাম ব্লগগুলোতে। এই ব্লগে ঢুকে দেখলাম আমার চেনা-অচেনা অনেক বন্ধু-সুহৃদ-শ্রদ্ধেয়জনের লেখা। সেখানে আক্রমনের ভাষা-ভঙ্গিমাটাও চোখে পড়লো। অনেক কথাই মনে এসেছে, তার মধ্যে একটি বিশেষভাবে যে, সমালোচনামূলক রচনাবলীর ভাষাজ্ঞান। আক্রমণ যেনো বদলানোর জন্য নয়, প্রতিহিংসাপরায়ণতাই একমাত্র উদ্দেশ্য। যাই হোক, ভাবছি লিখব, সময়ে-অসময়ে। গণমানুষের স্বার্থে এবং পরিবর্তণের আশায়..।
যারা আছেন, যারা লিখেন, যারা পড়ছেন… আমি তাদেরই সঙ্গে, আমি তোমাদেরই লোক…