টেলিভিশনের সংবাদ

সঞ্জীব রায়
Published : 18 April 2012, 04:37 AM
Updated : 18 April 2012, 04:37 AM

টেলিভিশনে যেভাবে সংবাদ উপস্থাপিত হয় তা সাধারণ দর্শক কিভাবে গ্রহণ করছে? এই প্রশ্নটি আজ গুরুত্বের সাথে সামনে এসেছ। কারণ দেশের সাধারণ মানুষের জীবনের সাথে, ভাগ্য ও ভবিষ্যতের সাথে, প্রজন্মের বেড়ে ওঠার সাথে এর ওতপ্রোত সম্পর্ক।

টেলিভিশন একটি চলমান ছবিসহ ভাষার সহজবোধ্যতার মাধ্যমে সবচেয়ে আপডেট খবরাখবর জনগণের সামনে তুলে আনার মাধ্যম। এর পাশাপাশি থাকে বিশেষ বিষয় এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে গভীর ও অনুসন্ধানী প্রক্রিয়ায় সংবাদ উপস্থাপনের দায়িত্ব। এসব দায়িত্বের ভার কাঁধে নিয়ে কতটুকু সফল আজকের টেলিভিশন চ্যানেলগুলো। এক যুগেরও বেশি সময় ধরে দেশে টেলিভিশন সংবাদ গণমানুষের মধ্যে তাৎপর্যপূর্ণ প্রভাব রাখছে। এরপর সাম্প্রতিককালে এসেছে শুধু সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল।

তাই এই প্রশ্নগুলোকে সামনে এনে আলোচনা প্রলম্বিত করার তাগিদ দেখছি:

সংবাদ কতটা দখলে নিতে পেরেছে দেশের দর্শকশ্রেণীর। দর্শকরা কোন ধরণের সংবাদে বেশি আগ্রহী?
দেশে সংবাদের মান নিয়ন্ত্রণের সূচক কী? কে করছে মান নিয়ন্ত্রণ? আদৌ কি হচ্ছে মান নিয়ন্ত্রণ?
গণমাধ্যম হিসেবে টেলিভিশন তার সংবাদ দিয়ে কতটুকু গণমুখী চরিত্রকে ধরে রাখতে পারছে?
রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে শিরোনাম তৈরির বাইরে কি বের হতে পেরেছে দেশের সংবাদ চ্যানেলগুলো?
সাধারণ মানুষ কী চায়, আর টেলিভিশন সংবাদে কী দেয়, তার হিসাবনিকাশটা কি করা গেছে?
টেলিভিশন সংবাদের ভাষা নিয়ে সাধারণ মানুষের ভাবনা কী?
সংবাদের মাধ্যমে কি সাধারণ দর্শক প্রভাবিত হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে?

এসব বিষয়ে এই আলোচনার পাঠক গণ আশাকরি আরো আলোচনা-পর্যালোচনা করবেন….