শেয়ারে বিনিয়োগ- Hidden Cost

সরকার
Published : 18 May 2011, 10:18 AM
Updated : 18 May 2011, 10:18 AM

শেয়ার বাজারে বিনিয়োগের প্রথম ধাপ একটি বি,ও হিসাব খোলা-তা আমরা প্রায় সকলেই জানি। আমরা কি জানি ব্রোকারেজ হাউজসমূহ নানান অজুহাতে আপনার একাউন্ট থেকে বিভিন্ন সার্ভিস প্রদানের নামে টাকা কেটে নিচ্ছে? তাই যারা নতুন বি,ও হিসাব খুলবেন বা আপনার বর্তমান বি,ও হিসাব থেকে ব্রোকার নিম্ন লিখিত সেবার নামে কি পরিমান চার্জ কর্তন করে-তা জেনে নিন। অনুগ্রহ করে আপনার মন্তব্য জানান।
নিম্নে চার্জ আরোপের খাতগুলো তুলে ধরলাম-

১) বিও একাউন্ট খোলার ফরম এর মূল্য
২) বিও একাউন্ট খোলার জন্য চার্জ/অগ্রিম গ্রহণের সীমা
৩) বিও একাউন্ট এর কোন তথ্য পরিবর্তন (ঠিকানা/ফোন নম্বর/ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন ইত্যাদি)এর চার্জ
৪) সিডিবিএল বার্ষিক চার্জ
৫) পেপার শেয়ার ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর চার্জ
৬) বোনাস শেয়ার সিডিবিএল এ অন্তর্ভুক্তকরণ চার্জ
৭) রাইট শেয়ার সিডিবিএল এ অন্তর্ভুক্তকরণ চার্জ
৮) আই পি ও শেয়ার সিডিবিএল এ অন্তর্ভুক্তকরণ চার্জ
৯) আই পি ও শেয়ার বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত কমিশন আদায়
১০) কোন বি ও একাউন্টে শেয়ার আছে কিন্তু এক মাসে কোন ক্রয় বিক্রয় না থাকলেও সেই মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কর্তন।(কর্পোরেট চার্জ)
১১) শেয়ার স্টেটমেন্ট প্রদান চার্জ