শাইখ সিরাজ ও বাংলার কৃষক

Published : 9 Sept 2012, 05:37 PM
Updated : 9 Sept 2012, 05:37 PM

আমাদের সম্মানিত ব্লগার ভাই মোহাম্মদ আজিজুর রহমান লিখেছেন " সাইখ সিরাজ নোবেল বিজয়ী হলে কেমন হয় ?" ।আজিজুর রহমান কে তাঁর লেখার জন্য ধন্যবাদ ।বাংলার কৃষি ও কৃষকের কাছে সাইখ সিরাজ একটা পরিচিত নাম ।আমি আমার এলাকার ক'জন কৃষকের কাছে তাঁর বিষয়ে জানতে চাই ।একজন কৃষক তো বলেই ফেললেন যে সাইখ সিরাজও একজন কৃষক ।তাঁর মতে তিনি বাংলাদেশের কৃষির বন্ধু ।আর একজন কৃষক আমাকে বললেন ভিন্ন কথা ।তাঁর মতে সাইখ সিরাজ একজন টিভি ব্যক্তিত্ব ।টিভিতে হাজার বিষয় নিয়ে অনুষ্ঠান হয় ।সাইখ সিরাজের অনুষ্ঠানও তেমনি একটা অনুষ্ঠান ।তাঁর অনুষ্ঠানের বিষয়বস্তু কৃষি ও কৃষক ।সেই কৃষকের মতে সাইখ সিরাজের অবদান একটা টিভি অনুষ্ঠানের অবদানের থেকে বেশি কিছু নয়।তিনি আরও বললেন সাইখ সিরাজ কৃষি ভালবাসেন এবং কৃষকের মঙ্গল চান ।তবে তিনি অনুষ্ঠান করে তো টাকাও পান ।টাকা না পেলে তিনি সে অনুষ্ঠান করতেন না ।তখন তো আমরা তাঁর কৃষক দরদ দেখতে পেতাম না ।

এসব তো গেল কৃষকের কথা ।এবার আমি তুলে ধরব আমার দু'চারটা নিজের কথা ।আজিজুর রহমান তাঁর লেখায় লিখেছেন সাইখ সিরাজের অনুষ্ঠানে থাকত কখন কিভাবে চাষাবাদ করতে হবে,কখন জমি থেকে ফসল তুলতে হবে ।আমি মনে করি এসব বিষয়ে কৃষকেরা তেমন খুব বেশি উপকৃত হননি ।আমাদের কৃষকরা খুব ভালো ভাবেই জানেন যে কখন কি করতে হয় ।না হলে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের ভার তাঁদের পক্ষে মেটানো সম্ভবপর হতনা ।

আমি নিজে একজন গ্রামের মানুষ এবং এই লেখাও গ্রামে বসেই লিখছি ।আমার বাবাও একজন কৃষক আর আমিও তাই ।আমি এবার ১১ বিঘে জমিতে লাগিয়েছি আমন ধান ।আজ সকালেও গেছি ধানের খেতে,নিয়েছি সেগুলোর যত্ন নিজের হাতে ।

যাই হোক,আজিজুর রহমান সাইখ সিরাজের নোবেল প্রাপ্তির সম্ভাবনার কথা বলেছেন,আমিও চাই তিনি শান্তি কিংবা অর্থনীতিতে নোবেল পেলে পান ।নিঃসন্দেহে সেটা হবে দেশের জন্য একটা বিরাট অর্জন ।তবে আমি বলব,যদি কৃষির উপর টিভি অনুষ্ঠান করেই নোবেল পাওয়া যায় তাহলে যে কৃষকেরা সারা দিন রাত খেটে-খুটে দেশটার চাহিদা মিটিয়ে যাচ্ছেন ।তাঁরা আসলে পাবেনটা কী ?যে কৃষকেরা নিজেরা হাজার বাধার কাছে জিম্মি ,যে কৃষকেরা তবু চালিয়ে যাচ্ছেন এই সোনা ফলাবার পবিত্র ভার,তাঁরা আসলে কী পাবেন? নোবেলও কী ছোট নয় সেই কর্মের বিশালতার কাছে ?