দেশের মন্ত্রী পরিষদ কে সাজাতে ও দেশ চালাতে আমাদের প্রধানমন্ত্রী ব্যর্থ

এস·কে·রুবেল
Published : 24 Sept 2011, 04:46 AM
Updated : 24 Sept 2011, 04:46 AM

একটা দলের সব মন্ত্রীর প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাজ হয় সব মন্ত্রীর কাজের খবরা খবর রাখা। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমাদের দেশের প্রধান মন্ত্রী তার মন্ত্রীদের কাজের কোনো খবরা খবর রাখেন না। তার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের যদি এই অবস্থা হয়। তাহলে অ্যানালগ বাংলাদেশ টাই আমাদের জন্য ভাল ছিল। দেশের কোন অবস্থাটা এখন ভাল আছে? যোগাযোগ অবস্থা, শেয়ার ব্যবসা, আইন শৃংখলা, খাদ্য দ্রব্যের দাম, তেল গ্যাস এর দাম, সবকিছুই খারাপের দিকে গেছে। তার মানে হল, দেশের মন্ত্রী পরিষদ কে সাজাতে ও দেশ চালাতে আমাদের প্রধানমন্ত্রী ব্যর্থ।

প্রধানমন্ত্রী….দেশের সাধারণ মানুষ আপনার ও আপনার মন্ত্রীদের কর্ম কান্ড পর্যবেক্ষণ করছে। যদি ভোট চুরি না করেন তবে আগামী নির্বাচনেই তার ফলাফল পাবেন ইনশাল্লাহ। এবং মনে রাখবেন দেশের মানুষকে যে দুর্বিষহ কষ্ট দিচ্ছেন তার জবাব পরপারে গিয়ে দিতে হবে।