হিন্দু আইন যেন পরিবর্তনের প্রহর গুনছে…

এডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী
Published : 19 May 2011, 04:33 PM
Updated : 19 May 2011, 04:33 PM

আসসালামুয়ালাইকুম প্রিয় পাঠকগণ, শুভেচ্ছা নিন। আমি একজন আইনজীবী। আইন নিয়া কাজ করাই আমার পেশা। আমি যখন আইনের ছাত্র তখন থেকে একটা চিন্তা আমার মাথা কাজ করত এবং সেই চিন্তা কর্মজীবনে আরও ঘনীভূত হোল আর তা হোল হিন্দু আইনের পরিবর্তন। ছাত্র থাকাকালীন সময় দেখেছি আমাদের দেশের হিন্দু আইন আনেক পুরাতন। হিন্দু আইনে বর্ণিত উত্তরাধিকার নিয়ম, তালাক বা অভিভাকত্ব সব নিয়ম ই রয়েছে আগের মত পুরাতন। নতুন কোন কিছু নাই যার ফলে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন অবহেলিত হচ্ছে আর প্রতিনিয়ত হারাচ্ছে তাদের অধিকার, অথচ আমাদের প্রতিবেশি দেশ ভারত এ রয়েছে একটি পরিকল্পিত ও যুগোপযোগী হিন্দু আইন। তবে খুশির খবর হোল এই যে আনুমানিক গত মাস ছয় আগে আমাদের আইন মন্ত্রী শফিক আহমেদ এই আইন সংশোধনের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি মত দিয়েছেন সংশোধনের পক্ষে। আমি তাকে সাধুবাদ জানাই তার এই বৈপ্লবিক চিন্তার জন্য। আমি চাই এই সরকার থাকাকালীন সময় এই আইনটি পরিবর্তন হোক। দৃঢ় আশাবাদ ব্যাক্ত থাকল। সবার জন্য থাকল শুভকামনা। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ।