সংসদ যেন মামা বাড়ির আবদার…

এডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী
Published : 20 May 2011, 05:56 PM
Updated : 20 May 2011, 05:56 PM

আজ একটি খবর দেখে আমার এই কথাটি মনে হোল। আমাদের বিরোধীদলীয় চিফ হুইপ জনাব জয়নাল আবেদিন ফারুক শর্ত দিয়েছেন যে ওনারা সংসদে যাবেন যদি সরকার মধ্যবর্তী নির্বাচন দেন। খবরটা দেখে আমি হাসলাম আর মনে হোল সংসদ যেন মামা বাড়ি যে ওখানে যেতে শর্ত দেয়া হচ্ছে। ওনারা কি ভুলে জান যে জনগনের টাকায় ওনারা সংসদের সকল সুবিধা নেন কিন্তু তারা জনগনের জন্য কী করছেন ? কী বিরোধিতা করছেন জনগনের পক্ষে ? তাহলে কি ওনারা ওনাদের নিজেদের জন্য শর্ত দিয়া সংসদে যেতে চান ? জনগনের স্বার্থ কোথায় ? সংসদে যাওয়া বিরোধীদলের পবিত্র দায়িত্ব । তাই আমি বিরোধীদলের প্রতি উদাত্ত আহবান জানাবো কোন শর্ত নয় বরং নিজেদের পবিত্র দায়িত্ব পালন করতে আর জনগনের জন্য বলতে সংসদে যান।