এতো কেনো বিসিএস কোটা?

হিমালয় হিমু
Published : 28 Sept 2012, 05:39 PM
Updated : 28 Sept 2012, 05:39 PM

আজ ৩২তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত হইছে।
১৪৮৯ টি পদের বিপরীতে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জন।
আমাদের সাধারণ পাবলিকদের জন্য সাধারণ বিসিএস পরীক্ষায় ও সুযোগ সীমিত।
তার মানে আমরা সাধারন পাবলিক কি ঘোড়ার ঘাস কাটি এই দেশের জন্য।
আমি মুক্তিযোদ্ধা দের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। তাদের সন্তানদের জন্য কোটা ঠিক আছে কিন্তু আজকাল শুনছি তাদের নাতিদের জন্যও নাকি কোটা করা হবে।
কই যাবোরে ভাই।
আমার বাপে কেন ৮ বছর বয়সে মুক্তিযুদ্ধে গেলো না।
(আমি সকল বীর মুক্তিযোদ্ধার কাছে ক্ষমাপ্রার্থী 🙁 )