ডেসটিনির বিরুদ্ধে অপ-প্রচার, “তীব্র নিন্দা!!!” জানাই

হিমালয় হিমু
Published : 9 April 2012, 03:32 AM
Updated : 9 April 2012, 03:32 AM

শেয়ার বাজারের সাথে ৩৩ লক্ষ আর ডেসটিনি এর সাথে ৬০ লক্ষ লোক নিয়োজিত! সরকার কি মজা নেয়!!!

৬০ লক্ষ পরিবার ধ্বংস করতে চাই এতোগুলা মানুষের কম সময়ে কম কাজ করে খালি মুখের চাপাবাজি দিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন নষ্ট করতে চায়। কী হবে ডেসটিনির, কি হবে এতগুলা মানুষের যেখানে এতগুলা শিক্ষিত মানুষ দেশের "কাণ্ডারী বৃন্দ" জড়িত অথচ কতিপয় দুষ্টচক্রের দল বলে এখানে অশিক্ষিত, নিতান্তই গরীব মানুষ "ছলনা" এর শিকার হচ্ছে
আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

রফিকুল আমীন আপনাকে স্পেশাল স্যালুট। যেখানে ৩ হাজার কোটি টাকার মালিক ডেসটিনি সেখানে আপনি সকল লোভ লালসার উপরে থেকে কোম্পানীর স্বার্থে সর্বোপরি দেশের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন
আর আপনি হুদা ১ কোটি টাকার মালিক!(আজকের দিনের সেরা জোকস)।

আপনি শুধু ১বার ডেসটিনির অপ-প্রচার এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেন আমরা যারা ভাইভা দিতে বা চাকরির সাক্ষাৎকার দিতেও কোট টাই পরে যাই না তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে বের হব।
দেখাইয়া দিবো আমরা কি জিনিস।

বোকার দল আমাদের বলে কিনা আমরা নাকি পড়াশোনা বাদ দিয়ে খালি লোক ঢুকানোর ব্যবসা করি। সব কোম্পানিতেই তো লোক ঢুকাই। আমাদের কত সম্পদ আছে এতোগুলা কোম্পানি। সব কিছুর মালিক তো আমরাই। যত নতুন নতুন কোম্পানী তত বেশি কোম্পানীর মালিক। ডেচটিনি, বৈশাখী, বেস্ট এয়ার(সবগুলা বলতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে!) সবই তো আমার মালিকানায়। যখন গাড়িটা পাবো তখন তোর বাড়ির সামনে গিয়ে পেঁ-পুঁ বাজাবো তখন বুঝবা আমি কি জিনিস। তখন বলবো,"বলছিলাম ১দিন, খুবতো মজা নিয়েছিলে।" আর পাবলিক বলে এই সব ২-১ জনরে দিয়ে নাকি আমাদের সামনে মূলা ঝুলিয়ে রাখে।

গুরু রফিকুল আমীন আপনি শুধু ১বার বলেন ATN NEWS , প্রথম আলো, যুগান্তর গুঁড়া করে দিয়ে আসি। বেশি বাড়াবাড়ি করতেছে।