আমাদের বিএনপি আমাদের আওয়ামী লীগ

হিমালয় হিমু
Published : 10 April 2012, 12:57 PM
Updated : 10 April 2012, 12:57 PM

ক্ষমতাই সব। আজ ক্ষমতার জোরেই আওয়ামীলীগ তার দলের নেতাদের নতুন ব্যাংক খোলার অনুমোদন দিলো যেখানে বর্তমানে তারল্য সংকট, ব্যাংকিং দক্ষতার অভাবসহ আরো নানাবিধ কারণে অনেক ব্যাংকর ঠিকমত ব্যবসা করা নিয়ে যথেষ্ঠ বিতর্ক আছে। এই সুযোগে আমাদের এরশাদ চাচাও কাজ বানিয়ে ফেললো। আমদের মত ছোট অর্থনীতির দেশে সব মিলিয়ে প্রায় ৫৩ টি ব্যাংক! [লিংক] ইচ্ছা করছে লীগ এর কোন বড় নেতা হয়ে যাই! 😛

আওয়ামীলীগ এর দাবিকৃত সমুদ্র জয়ের কথা বিএনপি প্রথমে মেনে নিল। কিন্তু এই মেনে নিয়ে তারা যেনো অনেক ভুল করে ফেললো। আর এখন সেই ভুলের মাশুল দিতেই তারা বাংলাদেশের সমুদ্র জয়ের কথা মানতে নারাজ। তারা বলছে আমরা ধন্যবাদ ফিরিয়ে নিলাম। আরে আজব বিএনপির মত দলের এই ধরনের বোকামি মানা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের প্রায় সব বিশেষজ্ঞ এই জয়ে খুশি এবং মনে করছে বাংলাদেশ অনেক কিছু জিতে এসেছে। এখন দরকার শুধু সুষ্ঠুভাবে সম্পদ আহরন। কিছুদিন আগে সংসদ সদস্য পদ বাঁচাতে সংসদে গেলো। ২ দিন যাওয়ার পর তারেক জিয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ করে বের হয়ে আসলো। কিন্তু কোন ভালো কারণ দেখিয়ে নয়। তারা আরো ২-১ দিন গিয়ে বলতে পারতো যে তাদের কথা বলতে দেয় না বা তাদের নিয়ে সরকার দলীয় সাংসদ সবসময় কুৎসা রচনা করে অশালীন বক্তব্য দেয়(যা আসলেই দেয়)। হম এটা ঠিক তাদের উপস্থিতি সংসদে কোন কাজে আসে না, সরকারও তাদের ১টা কথাও শুনবে না বা তাদের কোন ভালো প্রস্তাবও মেনে নিবে না। এই দুই দলের অনেক ভুল কৌশল বা ভুল সিদ্ধান্ত আছে কিন্তু আমার কাছে সাম্প্রতিক সময়ে এই দুটোই বেশি মনে হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।