তুমিও হাঁটো না আমার সাথে?

হিমালয় হিমু
Published : 21 April 2012, 05:35 PM
Updated : 21 April 2012, 05:35 PM

আমি হাঁটছি খালি পায়ে, তুমিও হাঁটো না আমার সাথে? আমি হাঁটবো তোমার পাশে পাশে, মাঝে মাঝে ইচ্ছে করে হাতের আঙ্গুল ছুঁয়ে। সামনে অবারিত প্রান্তর কোথাও কেউ নেই। তবে মাঝে মাঝে কাদা আছে। পা দুটোকে ময়লা করে দিচ্ছে। দিক না। ওতেও তো আনন্দ আছে। ঐ দেখা যাচ্ছে দীঘি। বাঁধানো ঘাট। তুমি না হয় সেখানেই পা ধোবে। আর আমি তোমার ঐ নগ্ন পা ধোবার বিরক্ত মাখা মুখখানি দেখবো। তুমি বল এতো কেন স্বপ্ন দেখো? আমি বলি স্বপ্ন দেখি আমি আমার সেই মানুষটাকে নিয়ে যে দেয় আমায় শীতলতার ছায়া যেমনটি দেয় রাস্তার পাশে বটবৃক্ষ তার ক্লান্ত পথিককে, যেমনটি কোকিল দেয় কাক ডাকা ভোরে তার সুমধুর কণ্ঠের মায়াভরা ডাকের আকুলতা। ঠিক তেমনি আনন্দ পাই আমি তোমার পাশে থেকে। মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। একটি স্বপ্ন মারা গেলে আর একটি নতুন স্বপ্ন তার বুকে বাসা বাঁধে। প্রসারিত হয় তার পৃথিবী বড় হয় আশা। বিচিত্রতা দেখা যায় সেই আশার স্বপ্নে। উড়ে উড়ে আসে স্বপ্নের পাখি। বাসা বাঁধে নতুন উচ্ছাস। অনেক বিপদের মাঝেও মানুষ খড়কুটো আগলে বাঁচতে চায়। তুমি তো আমার খড়কুটো নও তুমি হচ্ছো আমার অসীম প্রাণ শক্তি যা কখনোই শেষ হবার নয়।