শুভকামনা বাংলাদেশ দলের জন্য

হিমালয় হিমু
Published : 17 May 2012, 03:58 AM
Updated : 17 May 2012, 03:58 AM

গত ১২ই মে প্রতিবারের মত এবারও ACM ICPC প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহন এর জন্য পোল্যান্ড এর রাজধানী ওয়ারশ গেল বাংলাদেশ দল। এবার বুয়েট এর ৩ জন, প্রথমবারের মত অংশগ্রহণকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ৩ জন এবং কোচ কায়কোবাদ স্যারকে নিয়ে বাংলাদেশ দল গঠিত হয়। বুয়েট এর তিন জনের মধ্যে আছেন পুরকৌশল বিভাগের মীর ওয়াসি আহম্মেদ, কম্পিউটার প্রকৌশল বিভাগের এফ. এ. রেজাউর রহমান ও মোঃ ইনজাম হোসেন। বাংলাদেশের পতাকা বহনকারী বুয়েট বুদবুদ দলের এই তিন জনের মধ্যে আমার এক বন্ধুও আছে তাই আমিও বেশ উত্তেজিত এবং গর্বিত।

ACM (association for computing machinary) ICPC(International Collegiate Programming Contest) – একটি বাৎসরিক প্রোগ্রামিং প্রতিযোগিতা যা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে হয়ে থাকে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেকেই গুগল, ইয়াহু, ফেইসবুকের মত নামকরা প্রতিষ্ঠানে পরবর্তীতে চাকরি করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত baylor university তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ১৯৯৭ সালে প্রথম অংশগ্রহন করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ. এল. হকের প্রথম চেষ্টায় ঢাকা সাইট এর শুরু। এশিয়ার ১৩ টি সাইট থেকে প্রতিযোগী বাছাই করা হয় এর মধ্যে ঢাকা অন্যতম। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দশবার, বুয়েট তিনবার এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একবার করে ঢাকা সাইটের বাছাই পর্বের আয়োজন করে। ২০১২ সালের প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য গত ১৮-১৯ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা। সেই বাছাই পর্বে বুয়েট এর বুদবুদ দল প্রথম হয়। একি পরিমান সমস্যা একটু দেরিতে সমাধান করে দ্বিতীয় হয় সাস্ট এর দল। বুয়েট দল সরাসরি আর সাস্ট দল ওয়াইল্ড কার্ড পেয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। আজ পোল্যান্ড এ স্থানীয় সময় সকাল দশটায়(বাংলাদেশ সময় দুপুর ২টায়) প্রতিযোগিতা শুরু হবে। এই পর্যন্ত এই প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য আসে 2000 সালে 11তম হয়ে। আগামী ২০ মে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।