কোষ্টগার্ড হেফাজতে রোহিঙ্গা মহিলা সন্তান জম্ম দেন

সালেহ নোমান
Published : 7 August 2012, 09:58 AM
Updated : 7 August 2012, 09:58 AM

সম্প্রতি মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে আশ্রয় নেয়ার আশায় এই রোহিঙ্গা মুসলমান পরিবারটি কক্সবাজারের সেন্টমার্টিনে এসেছিলো। সেন্টমার্টিনে আসার সময় পরিবারের মহিলা সদস্য ছিলেন সন্তান সম্ভবা। সেন্টমার্টিনে তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয় কোষ্টগার্ড সদস্যরা । কোষ্টগার্ড হেফাজতে মহিলা সন্তান জম্ম দেন। এই সময় তাকে সব রকম স্বাস্থ্য সেবা দেয় কোষ্টগার্ড এবং স্থানীয় প্রশাসন। এরপর সুস্থ হয়ে উঠার পর তাদের আবার ফেরত পাঠানোর সময় ছবিটি তোলা হয়। বাংলাদেশে শরনার্থী হতে না পারলেও নিরাপদে সন্তানের জম্মতো দিতে পেরেছে এই মহিলা, যেটা দাঙ্গা কবলিত রাখাইনে হয়তো সম্ভব হতোনা।