একজন ব্যাংকের ব্যবস্থাপককে আইন অনুসারে সরানোর প্রেক্ষিতে কূটনীতিকরা চিন্তিত কেন?

বাংলার ছায়া
Published : 3 March 2011, 05:27 PM
Updated : 3 March 2011, 05:27 PM

একজন ব্যাংকের ব্যবস্থাপককে আইন অনুসারে সরানোর প্রেক্ষিতে কূটনীতিকরা চিন্তিত কেন?

ড. মুহাম্মদ ইউনূস, একজন নোবেল বিজয়ী তিনি একটি ব্যাংকের ব্যবস্থাপক। আইন সম্মতভাবে তার বয়সের মেয়াদ উর্ত্তীণ হয়েছে। তাই তাকে অপসারণ করা হয়েছে। কিন্তু তাকে নিয়ে পশ্চিমা কূটনীতিকগনের এত উৎকণ্ঠা কেন? যখন দেশের সকল বড় নেতা নেতৃদের জেলে ঢুকানো হলো তখন তো তাদের এই উৎকণ্ঠা দেখিনি… সবার জন্যই এক আইন। নোবেল পেয়েছেন বলে তিনি রাষ্ট্রের আইনের বাইরে থাকতে পারবেন তা হয় না। আপনি কি মনে করেন?