সাধারণ মানুষের হাতে দোয়েল ল্যাপটপ পৌছবে কবে

শহীদউল্যা
Published : 15 Oct 2011, 06:01 AM
Updated : 15 Oct 2011, 06:01 AM

বহু প্রতীক্ষার পর অবশেষে টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক উত্পাদিত দোয়েল ল্যাপটপের তিনটি মডেল উন্মুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী । চাহিদার তুলনায় উত্পাদন কম হওয়াতে প্রথমে সরকারী কর্মকর্তা ও সরকারী প্রতিষ্ঠানের নিকট এই ল্যাপটপ বিক্রয়ের বেবস্থা করা হবে তারপরে অন্যদের নিকট বিক্রয় করা হবে। সরকারের নিকট অনুরোধ উত্পাদনের পরিমাণ বাড়ানোর মাধ্যমে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এবং সাধারণ মানুষ যাতে খুব সহসা কমদামে দোয়েল ল্যাপটপ হাতে পেতে পারে সে উদ্যোগ নিবেন। তাহলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল হবে বলে আমি মনে করি । গরীব ও সাধারণ মানুষের জন্য সরকারের সুযোগ তড়ম্বিত করতে হবে। হটাত্‍ মাঝ পথে যেন কোনভাবে ইহার উত্পাদন কোনভাবে বেহত না হয়, সেদিকে নজর দিতে হবে। সরকারের উদ্যোগ ও উদ্দেস যেন মূল লক্ষ পর্যন্ত অব্যহত থাকে।