ঈদ জামায়াতের প্রস্তুতি

শাহীন সানি
Published : 26 August 2012, 06:09 PM
Updated : 26 August 2012, 06:09 PM

ছবিগুলোতে ঠিক বোঝা যাচ্ছে এটা কোন চাষের জমি কিংবা কোন খাল-বিল নয়। তাহলে কি শাইখ সিরাজের কোন কৃষি ভিত্তিক অনুষ্ঠান? তাও নয়। তবে কী বলুন তো? দৃশ্যটা যশোর টাউন হল মাঠে আয়োজিত এক ঈদ জামায়াতের প্রস্তুতির। গত ২০ অগাস্ট ২০১২ সোমবার জাকের পার্টি এ ঈদ জামাতের আয়োজন করে। এবারের ঈদের জামাতটা তারা সকাল সাড়ে ১০টায় সারা দেশে একসাথে আয়োজন করেছিল। যার অংশ ছিল এটি। এ উপলক্ষে মাঠ জুড়ে সামিয়ানা টানানো হয়। একাধিক বিশাল তোরণ বানানো হয়। ব্যাপক আয়োজনের অংশ হিসেবে মুসল্লিদের বিরানী খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

দুর্ভাগ্যবশত ঈদের দিন সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সারা মাঠ নরম কাদায় বজিয়ে ওঠে। তাই মাঠের এই কাদা সরানোর বৃথা চেষ্টা করে যান কিবলা প্রেমে দিওয়ানা কয়েকজন জাকেরান, খাস আশেক। তবে শেষ পর্যন্ত তাদের সব চেষ্টা ব্যার্থ হয়। শেষমেশ সমস্ত সাজসজ্জা পিছনে ফেলে রেখে তার ঈদের জামায়াত করেন টাউন হল মাঠের পশ্চিম দিকের রাস্তায়। দড়াটানা মোড় থেকে জজকোর্ট পর্যন্ত বাঁকাচোরা রাস্তায় আঁকাবাঁকা ভাবে দাঁড়িয়েই তারা ঈদের নামাজ পড়েন।