বিমান কি আসবে আর?

সাজ্জাদ আহসান
Published : 1 Dec 2012, 03:29 PM
Updated : 1 Dec 2012, 03:29 PM

ম্যাঞ্চেস্টার শহরে যখন অরুণ আলো আর পালকি উড়ে এলো তখন অনেক বাংলাদেশীই খুব খুশী হয়েছিল। খুশী হয়েছিল এজন্য যে নিজের দেশের উড়োজাহাজে চড়ে ম্যাঞ্চেস্টার থেকে সরাসরি ঢাকা ফেরা যাবে। কিন্তু হায় সেই সুখ আর বেশীদিন দীর্ঘ হলো না। পবিত্র হজব্রত পালনেচ্ছু যাত্রীদের পরিবহনের জন্য বিমান মন্ত্রী আকস্মিক নির্দেশে ঢাকা-ম্যাঞ্চেস্টার রুট স্থগিত করা হলো। সেসময় পরস্পর জানতে পেরেছিলাম যে হাজী পরিবহনের পর আবার এ রুট চালু হবে। গতকাল হাজী পরিবহনের কাজটি শেষ হয়েছে বলে সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। তাই এখন মনে প্রশ্ন জাগছে যে বিমান কি আর ফিরে আসবে ম্যাঞ্চেস্টারে? হিথরো বিমানবন্দর দিয়ে যাতা্যতের চেয়ে যুক্তরাজ্যের মধ্য, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব এলাকায় বসবাসকারীরা বাংলাদেশীরা ম্যাঞ্চেস্টারের বিমানবন্দরটি ব্যবহারে আগ্রহী। এসব অঞ্চলে বসবাসরত এই বিপুল সংখ্যক বাংলাদেশীদের যাতায়তের সুবিধার কথা বিবেচনা করে অবিলম্বে আবার ঢাকা-ম্যাঞ্চেস্টার রুট চালু করতে অনুরোধ করছি!!! জানিনা বিমান মন্ত্রী সদয় হবেন কি না?