বাংলাদেশের এলিট ফোর্স (Rab) জাতির জন্য আর্শিবাদ না অভিশাপ!!!!

মেঘের দেশ
Published : 20 Jan 2012, 12:40 PM
Updated : 20 Jan 2012, 12:40 PM

আজ থেকে প্রায় ৭ বছর আগে এদেশে র‌্যাব নামে এই এলিট ফোর্সের জন্ম হয়। পুলিশ, বিডিআর এবং সেনাবাহিনী থেকে সব চৌকস সদস্য নিয়ে এই এলিট বাহিনী গঠিত হয়। এবং এদের দেয়া হয় আধুনিক সব সুযোগ সুবিধা যাতে এই বাহিনী সহজেই আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে।

জন্ম লগ্ন থেকেই এ বহিনী সুনামের সহিত দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে আসছে। এবং দেশের সংকটময় মুহর্ূতে গুর"ত্বপূণ অবদান রাখছে। বিশেষ করে জঙ্গিবাদ দমনে এই বাহিনীর অবদান প্রশংসনিয়। কিন' এই এলিট বাহিনীর কিছু কিছু কাজ কর্ম দেশ জুড়ে সমালোচনার ঝড় সৃষ্টি করেছে। বিশেষ করে ক্রস ফায়ার এবং গুপ্ত হত্যা যা এদেশের সাধারন মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এবং এই বাহিনীর কিছু কিছু সদস্য অবৈধ কাজে জড়িয়ে পড়ছে যা মোটেই কাম্য নয়। গত কালই মার্কিন রাষ্ট্র দূত মজিনা বলেছেন – "কিছু ঘটনায় র‌্যাবের সাফল্যে কালিমা লেগেছে"। এজন্যে দেশের সাধারন মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এই এলিট বাহিনী কি আসলেই জাতির জন্য আর্শিবাদ না অভিশাপ !!!

বি:দ্র: আমাদের দেশের প্রত্যেক সাধারন জনগনের আশা এই বাহিনী অতীতের সব ভুল গুলো দূর করে সামনে দেশ গঠনে গুরুত্বপূণ অবদান রাখবে।