কে বড়- বিশ্বকাপ ক্রিকেট না বিপিএল?

মেঘের দেশ
Published : 27 Jan 2012, 11:29 AM
Updated : 27 Jan 2012, 11:29 AM

বাংলাদেশ ক্রিকেট প্রেমী জাতি। সারা দেশেই ক্রিকেট ভীষন জনপ্রিয়। গত বৎসর আমরা সফল ভাবে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। যা দেশে ক্রিকেটের জনপ্রিয়তা আরও এ ধাপ এগিয়ে নিয়ে গেছে। এখন আবার দেশে শুরু হতে যাচ্ছে বিপিএল টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট। যা নিয়েও ক্রিকেট পাগল মানুষের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। সাধারন মানুষই হচ্ছে ক্রিকেটের প্রাণ। কিন্তু এই সব ক্রিকেট পাগল মানুষ স্টেডিয়ামে বসে বিপিএল টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট দেখা থেকে বঞ্চিত হতে পারেন। এর এক মাত্র কারন টিকেটের উচ্চ মূল্য। যেখানে বিশ্বকাপের সময় গ্যালারীর টিকেটের মূল্য ছিল ২০০ টাকা এবং ক্লাব হাউসের টিকেটের মূল্য ছিল ৭০০ টাকা সেখানে বিপিএল এর গ্যালারীর টিকেটের মূল্য ৫০০ টাকা এবং ক্লাব হাউসের টিকেটের মূল্য ছিল ৩৫০০ টাকা । যা একদম অপ্রত্যাশীত। তাহলে কি বিশ্বকাপের চেয়ে
বিপিএল টি ২০ ক্রিকেট টুর্নামেন্টই বড়!!!

এখানে আয়োজকদের খোঁড়া যুক্তি হচেছ এক টিকেটেই দুইটি খেলা উপভোগ করা যাবে। এবং এক খেলার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে যেখানে বলিউডের তারকারা পারফর্ম করবেন। এখন দেখার বিষয় তারা প্রতি খেলায় বলিউড তারকাদের আনতে পারেন কিনা!!! এর পরও মনে হচ্ছে টিকেটের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। যা সাধারন ক্রিকেট পাগল জনগনের সাধ্যের বাইরে। সেজন্য আয়োজকদের টিকেটের দাম নির্ধারন করার ক্ষেত্রে আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল। যা আমাদের দেশের ক্রিকেট পাগল সাধারন জনগনের স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার ক্ষেত্রে সুবিধা হত।