সময়ের সাথে হরতালের পরিবর্তন দেখা যায়

শেখ
Published : 6 June 2011, 07:47 AM
Updated : 6 June 2011, 07:47 AM

গতকাল কি সারাদেশে স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক হরতাল পালিত হয়েছে? নাকি আমাদেরকে দিয়ে জোর করে হরতাল পালন করানো হয়েছে?

আহূত হরতালে সারাদেশে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছিল? না! না! না!

আমার তো মনে হ্য় গত কাল আম জনতা সারাদেশে স্বতঃস্ফূর্ত অফিস-আদালত করেছে| বিশেষ করে আমরা যারা রাজধানীতে থাকি, তারা মনের আনন্দে অফিস-আদালত/ কাজ করেছে| কেউবা আবার কবি বনে গেছে|

বিরোধীদলীয় নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ, নির্বিচারে গ্রেফতার, হামলা, লাঞ্ছিত করেছে| আমার প্রশ্ন নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ, নির্বিচারে গ্রেফতার, হামলা, লাঞ্ছিত করেছে, না হয়েছে| নেতাকর্মীরা খুব ভালো করে জানে যে, এখন একটু মার খেলে, লাঞ্ছিত হলে, জেল খাটলে লাভ তো আমারই| কারন, কোনভাবে যদি আমার দ্ল পাওয়ারে আসে, তাহলে তো আমিই বেশি ফায়দা লুটতে পারবো, আমিই বেশি আখের গোছাতে পারবো, কারন আমি তো বিরোধী দলে থাকা অবস্থাই বেশি লাঞ্ছিত হয়েছিলাম| ম্যাডামকে বলতে পারবো ম্যাডাম আমাকে বেশি বেশি দায়িত্ব দেন| ম্যাডাম, আমিই সেই নির্যাতিত নেতা, আমি জেলজুলুম সয্য করেছি| আমি ত্যাগী নেতা, আমাকে সুযোগ দেন|