উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ড ২৪ এপ্রিল ১৯৫০ স্মরণে আলোচনা সভা

শেখ রফিক
Published : 21 April 2012, 05:57 PM
Updated : 21 April 2012, 05:57 PM

আগামী ২৩ এপ্রিল ২০১২, বিকাল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে খাপড়াওয়ার্ডঃ উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ড ২৪ এপ্রিল ১৯৫০ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তরুণ কমিউনিস্ট নেতা ডাঃ সাজেদুল হক রুবেলের সঞ্চালনে এই সভায় সভাপতিত্ব করবেন ব্রিটিশবিরোধী বিপ্লবী কমরেড জসিমউদ্দিন মণ্ডল।
প্রবন্ধ উপাস্থাপনা করবেন, নাট্যকর শংকর সাওজাল।
বক্তব্য রাখবেন, ভাষা সৈনিক আহমদ রফিক, কামাল লোহানী, পঙ্কজ ভট্টাচার্য, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, হায়দার আকবর খান রণো, মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, আনিসুর রহমান মল্লিক ও অধ্যাপক শহিদুল ইসলাম।
এতে আরো উপস্থিত থাকবেন, শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী, সামসুজ্জামান খান, অধ্যাপক এম এম আকাশ, ডঃ রফিকুল ইসলাম, ডঃ আজিজুল হক, ডঃ তাইবুল হাসান খান, ডাঃ লেলিন চৌধুরী, মাহাবুব জামান, খোদাদাদ আওহমেদ, রোকেয়া প্রাচী, কাফী রতন, মোশরেফা মিশু, জোনায়েদ সাকীসহ আরো অনেকে।
ওই দিন বিপ্লবীদের কথা প্রকাশনা থেকে "শত বিপ্লবীর কথা" ও "খাপড়াওয়ার্ড" নামে ২টি বই প্রকাশিত হবে।
সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।