যারা সুখে নেই, তাদের কপালে শুভ কামনাও জুটে না

সোহাগ খান
Published : 8 May 2012, 12:31 PM
Updated : 8 May 2012, 12:31 PM

কোন এক দিন গল্প শুনেছিলম "হযরত মুহাম্মদ (স) বলেছিলেন, ৩টি পাশাপাশি গর্তে ১মটি থেকে পানি ৩য় টিতে যেয়ে পড়বে, মাঝের ছোট্ট গর্তটি অগভীর বলে খালিই থেকে যাবে। অর্থাৎ ধনীরা ধনীদের কেই শুভ কামনা দিবে। দেখতে অবাক লাগে তখন, যখন দেখি একটি জায়গায় অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে , আছে ভ্যান চালক,দিনমজুর, জেলে, মেথর, অনেকে একজন হুজুর এসে সালাম দিল সবচেয়ে যে ধনি, যার সুখের অভাব নেই,টাকার অভাব নেই তাকে। যারা সারাদিন খেটেও খাবার যোগাড় হয় না তাকে সে ভালো থাকতে বলল না।এরা আসলে শান্তির ধর্মের বাহক না।এদের ভ্যান চালক কে সালাম দেও্য়ার কথা কখন ও মনে আসে না।হুজুর তাকে সালাম দিলে কী সে সুখে থাকবে? না সে গরিব বলে তার সুখ হুজুর চাই না? এদের আবার একটা দল আছে। যারা পূর্বে সুদ খেত,পরের জমি ফাঁকি দেওয়া আছে, ৭১ ওদের সাফাই গাইছিল তারা এদের সদস্য।এরা মসজিদের সামনের কতারে থাকে ।খোদার দৈব বানী এরা পেছনের কাতারের লোকদের থেকে আড়াল রাখে।এরা মাথায় একটা পোষাক পরে সত্য কে ঢেকে রাখে।এরা মসজিদে বসেই রাজনীতি করে।এরা বলে " অমুক আমাদের কে রাজাকার বলে, সে মিথ্যাবাদী,তার এ ভাল না, তা ভাল না।তারা এও বলে গিবত করা আর মরা ভাইয়ের গোশত খাওয়া সমান কথা।